এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা মোকাবিলায় ব্যবহৃত হোক মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি, মুখ্যমন্ত্রীকে চিঠি মিমের!

করোনা মোকাবিলায় ব্যবহৃত হোক মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি, মুখ্যমন্ত্রীকে চিঠি মিমের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভয়াবহ আকার নিচ্ছে করোনা ভাইরাস। আর এই পরিস্থিতিতে ভোটের মধ্যে বাংলায় সেফ হাউস করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিভিন্ন জায়গায় থাকতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই এই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটের মধ্যে বাংলায় যখন করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করছে, ঠিক তখনই আসাদউদ্দিন ওয়েইসির দল মিমের পক্ষ থেকে রাজ্য সরকার এবং ওয়াকফ বোর্ডের কাছে করা হল একটি অভিনব অনুরোধ। যেখানে করোনা মোকাবিলায় রাজ্যের সমস্ত মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা হোক বলে আবেদন করল মিম‌। স্বাভাবিক ভাবেই এই ঘটনা অত্যন্ত নজিরবিহীন বলেই দাবি করছেন একাংশ।

সূত্রের খবর, মঙ্গলবার মিমের রাজ্য ইউনিটের পক্ষ থেকে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রী দপ্তরে একটি চিঠি লেখা হয়। যেখানে তারা আবেদন করে জানিয়েছে, করোনা ভাইরাসের মত সংক্রামক ব্যাধি আটকাতে রাজ্যের সমস্ত মসজিদ এবং অব্যবহৃত ওয়াকফ সম্পত্তি ব্যবহার করুক রাজ্য সরকার। চিঠিতে পবিত্র কোরানের কথা উল্লেখ করে কোনো একজন ব্যক্তির জীবন বাঁচানো মানবতাকে রক্ষা করা, এই কথা তুলে ধরা হয়েছে।

স্বাভাবিক ভাবেই মিমের পক্ষ থেকে বাংলায় করোনা ভাইরাসের মধ্যে ওয়াকফ সম্পত্তি এবং মসজিদ ব্যবহার করার এই আবেদন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। এবার বিধানসভা নির্বাচনে প্রথম এই রাজ্যে প্রার্থী দিয়েছে মিম। সেদিক থেকে তারা সংখ্যালঘুদের ভোট অনেকটাই কেটে নিতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পক্ষ থেকে বারবার আক্রমণ করা হয়েছে এই রাজনৈতিক দলকে। কিন্তু এবার করোনা মোকাবিলায় নিজেদের মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি ব্যবহার করার আবেদন জানিয়ে এই রাজনৈতিক দল নিজেদের ধর্মনিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকরা বলছেন, ভোটের মধ্যে বিভিন্ন নেতা-নেত্রীরা নিজেদের মত করে প্রচার করতে শুরু করেছিলেন। করোনা ভাইরাস যখন বাড়ছে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সচেতনতা না দেখে প্রশ্ন ছুড়ে দিয়েছিল হাইকোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বাংলায় সাত দফার নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে।

অনেকেই বলছেন, রাজনৈতিক দলগুলোর কাছে মানুষের জীবন অপেক্ষা ভোট বেশি গুরুত্বপূর্ণ। তাই তারা করোনা ভাইরাস যখন বাড়ছে, তখন বিন্দুমাত্র সচেতনতা অবলম্বন না করে ভোটের প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। আর এই পরিস্থিতিতে ওয়াকফ সম্পত্তি এবং মসজিদ ব্যবহারের কথা বলে করোনা মোকাবিলায় মিমের এই আবেদন অনেকের নজর কাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!