এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আতঙ্কে টাকা তোলা নিয়ে বড়সড় সিদ্ধান্ত, জেনে নিন

করোনা আতঙ্কে টাকা তোলা নিয়ে বড়সড় সিদ্ধান্ত, জেনে নিন

বর্তমানে করোনা ভাইরাসকে আটকানোর জন্য দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে। কিভাবে এই পরিস্থিতি থেকে বেরনো যাবে, তা কেউ জানেন না। অনেক মানুষ লকডাউনের কারনে বাড়ি থেকে বের হতে পারছেন না। তবে প্রয়োজন অর্থের। ব্যাংক অনেকটা দূরে। তবে সামনে ডাকঘর রয়েছে। আর এবার মানুষের অসুবিধা দূর করতে প্রয়োজনে ডাকঘর থেকে আধার নম্বরের ভিত্তিতে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন জনসাধারণ বলে জানা গেল।

সূত্রের খবর, মানুষের কাছে যাতে ব্যাঙ্কিং পরিষেবা আরও বেশি করে পৌঁছে যায়, তার জন্য প্রায় ছয় মাস আগে কেন্দ্রীয় ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে এই পরিষেবা পাওয়া গিয়েছিল। আর এবার লকডাউনের মুহূর্তে সেই পরিষেবা আরও জোরালো করতে দেখা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্যহ কমবেশি এখন প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু সেই ব্যাংকের শাখা অত্যন্ত দূরে থাকায় অনেক গ্রাহক প্রবল সমস্যায় পড়ছেন। 100 দিনের কাজের টাকা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে পড়ায় তা তোলার জন্য অনেকেই উদগ্রীব হয়ে রয়েছেন। তবে লকডাউনের মুহূর্তে ব্যাংকের অনেক শাখা বন্ধ থাকায়, তা তোলা সম্ভব হয়নি অনেকেরই। আর এবার সেই সমস্যা দূর করতেই ডাকঘরের মাধ্যমে ব্যাংকের পরিষেবা পাওয়া যাবে বলে জানা গেল।

এদিন এই প্রসঙ্গে চিফ পোস্ট মাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্য বলেন, “রাজ্যে 1700 পোস্ট অফিসের পাশাপাশি 7306 গ্রামীণ ব্যাংক থাকলে সর্বত্র ব্যাংকের শাখা নেই। তাই ডাকঘরের মাধ্যমে ন্যূনতম ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ায় ওই পরিষেবা এখন আরও বেশি কাজে লাগছে। এপ্রিলের প্রথম 15 দিনে ডাকঘরগুলির মাধ্যমে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 1.54 কোটি টাকা তুলেছেন গ্রাহকরা।”

বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি প্রয়োগের ফলে ব্যাংকে লকডাউনের মুহূর্তে কোনো গ্রাহককে আর ফিরে আসতে হবে না এবং দূরে যদি ব্যাংক থাকে, তাহলে কাছে ডাকঘরে গিয়ে তারা তাদের টাকা তুলতে পারবেন। যা সত্যিই বর্তমান সময়ে জনসাধারণকে অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!