এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার জেরে বাতিল ট্রেন! কিভাবে ও কবে পর্যন্ত ফেরত পাবেন টাকা? বড় সিদ্ধান্ত রেলের

করোনার জেরে বাতিল ট্রেন! কিভাবে ও কবে পর্যন্ত ফেরত পাবেন টাকা? বড় সিদ্ধান্ত রেলের

করোনা ভাইরাস যেদিন থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে, সেদিন থেকেই একের পর এক ট্রেন বাতিল করতে শুরু করেছিল রেল কর্তৃপক্ষ। আর এই ভাইরাস যত বৃদ্ধি পেয়েছে, ততই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রেলের টিকিট কাটা ব্যক্তিরা আশঙ্কায় ভুগছিলেন। তীর্থযাত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সফরের প্ল্যান করা মানুষরা ট্রেনের টিকিট কেটেও ভুগছিলেন হতাশায়। আর এবার করোনা ভাইরাসের জন্য আগামী 31 মার্চ পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল করার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল।

সূত্রের খবর, রবিবার পক্ষ থেকে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। যেখানে যাত্রীদের টিকিট বাতিল হলেও তার জন্য কোনো চার্জ না নেওয়ার কথা জানিয়ে দিয়েছে ভারতীয় রেল। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা টিকিট কেটে রেখেছিলেন, তাদের এখনই তার টাকা নিতে ছুটতে হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, 21 জুন পর্যন্ত এই রিফান্ড নেওয়া যাবে। আর যে সমস্ত ব্যাক্তি অনলাইনে ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন, তাদের টাকা অনলাইনের মাধ্যমেই ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। ইতিমধ্যেই মেট্রো রেল থেকে শুরু করে লোকাল, প্যাসেঞ্জার সমস্ত ট্রেন বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ করোনা ভাইরাসের ভয়াবহতা এবং তার ফলে যাতে কেউ সংক্রমিত না হয়, তার জন্য এবার জনসমাগম রুখতে রেল পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দিল ভারতবর্ষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!