এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনায় মৃত হেভিওয়েট নেতা! শেষযাত্রায় তৃণমূলের মহামিছিল! হু হু করে সংক্ৰমন ছড়িয়ে পড়ার আশঙ্কা

করোনায় মৃত হেভিওয়েট নেতা! শেষযাত্রায় তৃণমূলের মহামিছিল! হু হু করে সংক্ৰমন ছড়িয়ে পড়ার আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রিয় নেতার মৃত্যুর শোক ভুলিয়ে দিয়ে গেল করোনার সমস্ত সাবধানতা ও নিয়ম-বিধি।
গতকাল শুক্রবার করোনায় মৃত উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটি পৌরসভার প্রশাসক স্বপন ঘোষের মহাযাত্রায় চললো অনুগামীর ঢল, একত্রিত হলো শত শত মানুষ, যার ফলেই ঘুম উড়ে গেলো প্রশাসনের। প্রসঙ্গত, পানিহাটি এলাকার একজন জনপ্রিয়, জনদরদী নেতা হিসেবে দল তথা সমাজের কাছে বিশেষ ভাবে পরিচিতি ছিলেন পানিহাটি পৌরসভার বর্ষীয়ান প্রশাসক স্বপন ঘোষ।

কায়ের বছর ধরে তিনি ভুগছিলেন কিডনির সমস্যায়, একারণে তিন বছর আগে কিডনি প্রতিস্থাপনও করিয়ে ছিলেন তিনি। কিছুদিন আগে তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। করোনা সংক্রমণের আশঙ্কায় তিনি নিজের লালারস পরীক্ষা করান। করোনা সংক্রমণ ধরা পড়লে, বাইপাসের ধারের একটি হাসপাতালে তিনি ভর্তি হন। গত বৃহস্পতিবার মাঝরাত থেকে তাঁর শারীরিক অবস্থা ক্রমশ সঙ্কটজনক হয়ে উঠে। সেই সঙ্গে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। তারপর শুক্রবার ভোর বেলায় তাঁর মৃত্যু হয়।

করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হওয়ায়, সরকারি নিয়ম মেনে সামাজিক দূরত্বের বিধি যথোপযুক্ত ভাবে মান্য করে, পরিবারের সদস্য সহ সকলের অনুপস্থিতিতে তাঁর শেষকৃত্য হবার কথা ছিল। কারণ, করোনা সংক্রমিতের মৃতদেহ থেকেও ব্যাপক হরে সংক্রমণ ছড়িয়ে পড়বার আশঙ্কা থাকে। কিন্তু প্রিয় নেতার মৃত্যতে সরকারি সমস্ত নিয়ম বিধিকে  অনায়াসে পদদলিত করে উপস্থিত হলো শত শত মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদসূত্রে জানা গেছে, স্বপন বাবুর মৃতদেহ হাসপাতাল থেকে তাঁর বাড়িতে আনার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন তাঁর অসংখ্য অনুগামী, দলীয় কর্মী সহ আরোও অনেকে। সকলে সামিল হলেন তাঁর মহাযাত্রায়।যা দেখে মনেই হলো না স্বপন বাবুর মৃত্যু হয়েছে করোনা রোগে। করোনার স্বাস্থ্যবিধি ভঙ্গ করে শতাধিক মানুষের এই জমায়েত তথা মহামিছিল করোনা সংক্রমণের আশঙ্কাকে বাড়িয়ে দিলো শতগুণ, সেই সঙ্গে পুলিশ প্রশাসনের দিকে তুলে দিয়ে গেল প্রশ্ন। পুলিশ কিভাবে নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়ে এমন জমায়েত নির্বিঘ্নে ঘটতে দিলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

প্রসঙ্গত, সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলার করোনা পরিস্থিতি রাজধানী কলকাতার চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে। জেলার স্থানে স্থানে দফায় দফায় লকডাউন করেও কিছুতেই লাগাম পড়ানো যাচ্ছে না করোনার সংক্রমণকে। তার মধ্যে পানিহাটির প্রশাসকের মহাযাত্রার এই লোকসমাগম চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে প্রশাসনের কপালে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!