করোনা মুক্তি না ঘটা পর্যন্ত কঠিন প্রতিজ্ঞা! প্রাক্তন বিজেপি বিধায়কের ঘটনা জানলে চমকে যাবেন! জাতীয় August 30, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত মার্চ মাস ধরে ভারতবর্ষকে গ্রাস করেছে করোনা ভাইরাস। পরিস্থিতি কোনোমতেই আয়ত্তে আসছে না। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর করোনা ভাইরাসের মত মারন ভাইরাসের এখনও পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বেড়েছে সমস্যা। লকডাউনের মধ্যে দিয়ে পরিস্থিতিকে আয়ত্তে আনার চেষ্টা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সামাজিক দূরত্ব অনেক ক্ষেত্রে ঠিকমতো পালন না হওয়ায় আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা বাড়তে থাকায় চিন্তা ক্রমশ বাড়ছে। আর এই পরিস্থিতিতে কবে সমস্ত কিছু স্বাভাবিক হবে, তা কেউ জানেন না। উত্তরের আশায় রয়েছেন গোটা দেশবাসী। এদিকে করোনা ভাইরাসের বিলুপ্তি নিয়ে যখন সকলে চিন্তায় রয়েছেন, ঠিক তখনই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা নিয়ে অদ্ভুত এক প্রতিজ্ঞা করে বসলেন বিহারের সাসারামের বিজেপির প্রাক্তন বিধায়ক জওহর প্রসাদ। সূত্রের খবর, বিজেপির এই প্রাক্তন বিধায়ক প্রতিজ্ঞা করেছেন যে, যতদিন না করোনা ভাইরাস দেশ থেকে বিদায় নিচ্ছে, ততদিন তিনি কোনোরূপ জুতা বা চপ্পল পড়বেন না। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বস্তুত, গত মার্চ মাস থেকেই নিজের পা থেকে জুতা খুলে ফেলেন বিজেপির এই প্রাক্তন বিধায়ক। এমনকি কোনো অনুষ্ঠানে গেলে খালি পায়ে সেখানে যেতে দেখা যায় তাকে। অনেকবার পা খালি থাকার কারণে সেখানে আঘাত লেগেছে। কিন্তু তাতেও পিছু হটেননি জওহর প্রসাদ। তপ্ত ফাটা রোদের মধ্যেও রাস্তা দিয়ে খালিপায়ে হাটতে দেখা গেছে তাকে। কিন্তু যেভাবে করোনা ভাইরাস বাড়ছে, তাতে কবে তা দেশ থেকে বিদায় নেবে, তা কেউ জানেন না। কিন্তু যতদিন না এই ভাইরাস দেশ থেকে বিদায় নেবে, তত দিন তিনি প্রায় কোনরূপ জুতো পরবেন না, এটা কি করে সম্ভব? এদিন এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন বিধায়ক জওহর প্রসাদ বলেন, “যতদিন না করোনা ভাইরাসের সংক্রমণ সমাপ্ত হবে, ততদিন আমার এই সংকল্প জারি থাকবে।” আর বিজেপি বিধায়ক এইরকম উদ্যোগ নিলেও তাকে পাল্টা কটাক্ষ করছে বিরোধীরা। তাদের বক্তব্য, এইরকম পদক্ষেপ নিয়ে লাভের লাভ কিছুই হবে না। উনি গতবার বিশাল ভোটে হেরেছেন বলেই এবার নাটক করছেন। আর এবারও তিনি বিপুল ভোটে পরাজিত হবেন। তবে বিরোধীদের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, যেভাবে বিজেপির প্রাক্তন বিধায়ক দেশ থেকে করোনা ভাইরাস বিদায় না হলে জুতো পরবেন না বলে সংকল্প নিয়েছেন, তা সত্যিই এক প্রকার অভিনব উদ্যোগ বলে মনে করছেন সকলে। তবে কতদিন তিনি নিজের এই সংকল্পে স্থির থাকতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -