এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা মুক্তিতে রাশিয়ান ভ্যাক্সিন নিয়ে বিশেষ সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO!

করোনা মুক্তিতে রাশিয়ান ভ্যাক্সিন নিয়ে বিশেষ সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বজুড়ে করোনার বাড়বাড়ন্ত এখনো কমেনি। বরং বিশ্বের বিভিন্ন দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তার সাথে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। এই অবস্থায় প্রতিষেধক বা ওষুধের আশায় দিন গুনছে মানুষ। অন্যদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিজ্ঞানী ও গবেষকরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন করোনার প্রতিষেধক আবিষ্কারের। বিশেষজ্ঞদের মতে, যেরকম দ্রুতহারে এগিয়ে চলেছে করোনার প্রতিষেধক আবিষ্কারের যাত্রা, তাতে করোনার প্রতিষেধক হাতে আসা এখন মাত্র সময়ের অপেক্ষা।

ইতিমধ্যেই পৃথিবীর অন্যতম বৃহত্তম দেশ রাশিয়া ঘোষণা করেছিল প্রতিষেধক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে তাঁরা। আর এবার রাশিয়া ঘোষণা করেছে অক্টোবর মাস থেকে তাঁরা গণহারে করোনার ভ্যাকসিন অয়োগ করবেন মানুষের ওপর। সূত্রের খবর, ভ্যাকসিন তৈরীর কাজে অক্সফোর্ডকে টেক্কা দিয়ে রাশিয়ার গামালেয়া বিশ্ববিদ্যালয় নিজেদের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে কিন্তু এই প্রতিষেধক নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

হু এর তরফ থেকে রাশিয়াকে আহ্বান জানানো হয়েছে ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক নির্দেশিকা এবং বিধি অনুসরণ করার জন্য। এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেইয়ার মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘মাঝেমধ্যে বিশেষ কোনো গবেষক দল দাবি করেন যে তারা কিছু খুঁজে পেয়েছেন। অবশ্যই সেটা সুসংবাদ। কিন্তু ভ্যাকসিন কাজ করছে বলে কিছু খঁজে পাওয়া এবং সব ধাপ পার করার মাধ্যমে তার কার্যকারিতা নিশ্চিতের মধ্যে বিশাল ফারাক রয়েছে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস মানতুরভ ইতিমধ্যে জানিয়েছেন, 2021 সালের মধ্যে তাঁরা কয়েক লক্ষ করোনা টিকার ডোজ তৈরি করবেন বলে আশা রাখছেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, মানুষের দেহে কোন ভ্যাকসিন প্রয়োগের আগে অনুমোদন পাওয়ার জন্য তিনটি ধাপে সেই ভ্যাকসিনের পরীক্ষা হয়। কিন্তু তৃতীয় ধাপে যাওয়া ছয়টি ভ্যাকসিনের মধ্যে কিন্তু রাশিয়ার ভ্যাকসিনটি নেই। তাই রাশিয়ার ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকরী কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ অব্যাহত।

অন্যদিকে জানা গেছে, শুধু রাশিয়ায় নয় বিভিন্ন দেশে এই মুহূর্তে করোনা ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে রাশিয়ায় নতুন ভ্যাকসিন আবিষ্কারের খবরে কিছু কিছু ক্ষেত্রে বিতর্কের সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও রাশিয়ার নতুন ভ্যাকসিন প্রয়োগের খবরে ইতিমধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন। বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে রাশিয়া যা দাবি করছে তা যদি সত্যি হয়, তাহলে রাশিয়ার হাত ধরে সারা বিশ্ব আবার নতুন করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে। তাই নজর এখন আটকে আছে রাশিয়ার দিকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!