এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে টাকা দেওয়া নিয়ে তীব্র ধন্দে তৃণমূল বিধায়করা!

করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে টাকা দেওয়া নিয়ে তীব্র ধন্দে তৃণমূল বিধায়করা!

করোনা ভাইরাস মোকাবিলার জন্য এখন আর্থিক পরিকাঠামো অত্যন্ত শক্তিশালী হওয়া প্রয়োজন। ইতিমধ্যেই দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করেছে। আর্থিক সাহায্য করার জন্য তৃণমূল বিধায়কদের কাছে দলীয় তহবিলে 10 হাজার টাকা করে চেয়ে বার্তা দিয়েছেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিধায়কদের কাছে এই ব্যাপারে এসএমএস যাওয়ার সাথে সাথেই তৃণমূলের কমবেশি প্রায় প্রত্যেক বিধায়ক অর্থ দিয়ে সাহায্য করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে দলের বিধায়কদের এই বার্তাও দেওয়া হয়েছে যে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য বিধায়কদের এক মাসের বেতন অর্থাৎ 21 হাজার 870 টাকা আলাদা করে দিতে হবে।

প্রথমে ওই টাকা পরিষদীয় তহবিলে জমা করে, তা চেকের মাধ্যমে মুখ্যমন্ত্রী হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। আর এতেই রীতিমতো সমস্যায় পড়েছেন বেশকিছু তৃণমূল বিধায়ক। কেননা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের তরফ এক মাসের বেতন দেওয়ার যে বার্তা তৃণমূল বিধায়কদের কাছে পৌঁছে গেছে, তাতে অনেকে মনে করেছিলেন, তাহলে তাদের অন্তত ভাতা দিতে হবে না। শুধু মাত্র এক মাসের বেতন টুকু দিলেই হয়ে যাবে। কিন্তু বেতনের পাশাপাশি ভাতার টাকা আলাদা করে জমা দিতে বলায় রীতিমতো ধন্দে রয়েছেন অনেকে। আর তৃণমূল বিধায়করা ভাতা এবং বেতন দুটোই করোনার ত্রাণ তহবিলে দান করবেন কিনা, তা নিয়ে যখন নানা মহলে সংশয় চলছে, ঠিক তখনই এই ব্যাপারে নিজের বক্তব্য স্পষ্ট করলেন তৃণমূল বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “আমি অধ্যক্ষ হিসেবে সব দলের বিধায়কদের কাছে বৈঠক ও ভাতার অংশটুকু মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছি মাত্র।লোকসভার অধ্যক্ষও এমপিদের কাছে পদাধিকার বলে একই ধরনের আহ্বান জানিয়েছেন। লকডাউনের কারণে বিধানসভা বন্ধ থাকায় কমিটি বৈঠকে না এসেই বিধায়করা ভাতা পেতেন। বৈঠক যেহেতু হচ্ছে না, সেই কারণে আমি আহ্বান জানিয়েছি। এখান থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই‌। এই ব্যাপারে কোনো বিভ্রান্তি নেই। বিধানসভায় বিষয়টি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত আসতে পারে।” সব মিলিয়ে করোনা মোকাবিলায় এবার তৃণমূল বিধায়করা কি পদক্ষেপ নেন, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!