এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আতঙ্কর মাঝেই এবার নতুন আতঙ্ক এসে হাজির,উদ্বিগ্ন চিকিৎসকরাও, আতঙ্কে বঙ্গবাসী!

করোনা আতঙ্কর মাঝেই এবার নতুন আতঙ্ক এসে হাজির,উদ্বিগ্ন চিকিৎসকরাও, আতঙ্কে বঙ্গবাসী!


বিশ্ব দেবের পাশাপাশি বাংলাতেও ছড়িয়েছে করোনা আতঙ্ক। রাজ্যে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩২৮ জন,মৃত্যু হয়েছে ৪৩২ জনের। এখনো পর্যন্ত বিশ্বের কোথায় এর প্রতিষেধক আবিষ্কার হয়নি। দিনরাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বের নানা প্রান্তের বৈজ্ঞানিকরা। কিন্তু ফল মিলছে না এ আতঙ্ক দিনরাত বাড়ছে।

করোনা এই আতঙ্কের মাঝে নিঃশব্দে কলকাতায় পা দিলো ডেঙ্গু। কোরোনার থেকে কিছু কম ভয়ের নয় এই ডেঙ্গু। কয়েক বাঁচার ধরে অনেকগুলি প্রাণ নিয়েছে এই মশাবাহিত রোগ। যান বাজাচ্ছে কোরোনার মধ্যেই আতঙ্ক বাড়িয়ে খাস কলকাতায় দুজনের শরীরে মিলেছে ডেঙ্গুর জীবাণু।

সামনেই আসছে বর্ষা, করোনা নিয়ে আতঙ্কে মানুষ অন্য বাকি রজার কথা একপ্রকার ভুলতেই বসেছে আর সেই সুযোগেই জায়গা করে নিয়েছে ডেঙ্গু। আমফানের জেরে প্রবল বৃষ্টি হয় যার জেরে এখনো অনেক জায়গায় জল জমে আছে আর সেখানেই নিজেদের বংশবিস্তার করেছে ডেঙ্গুর মশা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মধ্য কলকাতার ৭৮ বছর বয়সি বৃদ্ধ সম্প্রতি জ্বরে আক্রান্ত হন। তার সঙ্গে সারা শরীরে যন্ত্রণা,বমি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় ,সেখানে করোনা পার্ক=ইক্কা করা হলে তা নেগেটিভ আসে ফের ডেঙ্গুর পরীক্ষা করা হলে তা পসিটিভ আসে, ওই বৃদ্ধের শরীরে মিলেছে ডেঙ্গুর জীবাণু। তবে বর্তমানে ওই বৃদ্ধের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

অন্যদিকে বালিগঞ্জের বাসিন্দা ১৩ বছর বয়সি এক কিশোরের শরীরেও মিলেছে ডেঙ্গুর জীবাণু। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তির পর থেকে কিশোরের প্লেটলেট দ্রুত কমতে শুরু করে। তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।

তবে অন্যবারের মতোই সাবধানে থাকার কথা জানিয়েছেন চিকিৎসকরা , জল জমলে তা ফেলে দিতে, মশারি টাঙিয়ে শুতে, স্বাস্থকর খাবার খেতে বলেছেন চিকিৎসকরা। কিন্তু এখনো করোনা আতঙ্কে মানুষজন এতটাই আতঙ্কিত যে জ্বর, বমি ডেঙ্গুর উপসর্গ হলেও কোরোনার পরীক্ষা করা হচ্ছে। আর এই নিয়েই চিন্তিত চিকিৎসকরা কেননা তাদের মতে, এর ফল খারাপ হবার সম্ভাবনাই বেশি। কেননা কোরোনার পরীক্ষার রিপোর্ট আসতে আসতে ডেঙ্গু নিজের মত শরীরে বিস্তার করবে। আর করোনা নেগেটিভ দেখে আবার ডেঙ্গুর পরীক্ষা করা হবে তাতে দেরি হবে, সাথেই চিকিৎসাতেই দেরি হবে। ফলে চিকিৎসকরা এখন ডেঙ্গু, করোনা একসঙ্গে দুটি পরীক্ষার দিকেই এগোচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!