এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ক্রমেই বাড়াচ্ছে আতঙ্ক, কিন্তু তার মধ্যেই আশার আলো। জানুন বিস্তারিত

করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ক্রমেই বাড়াচ্ছে আতঙ্ক, কিন্তু তার মধ্যেই আশার আলো। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনার প্রকোপ যখন কিছুটা কমেছে, কমেছে দৈনিক সংক্রমণ, ঠিক তক্ষুনি ফের মাথা চাড়া দিয়েছে এক নতুন আতঙ্ক, কোরোনার নতুন স্ট্রেন। কোরোনা ভাইরাসের এই নতুন স্ট্রেনগুলির মধ্যে অন্যতম ইউকের স্ট্রেনটি। আতঙ্কের বিষয় হল এই বিশেষ ধরার কোরোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা বহুলাংশে বেশি এবং ব্রিটেনে তা যথেষ্ট প্রভাব বিস্তার করেছে।

ইতিমধ্যেই ভারত সহ বিশ্বের বহু দেশ ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করেছে, ভাইরাসের এই নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচার জন্য। তারই সাথে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন উদ্যোগ। সেটি হল ইতিমধ্যে যারা ব্রিটেনের থেকে ফিরেছে দেশে, তাদের ট্র্যাক করার প্রক্রিয়া। ইতিমধ্যে কেরালায় ব্রিটেন ফেরত ৮ জন ব্যক্তি করোনা পজিটিভ হয়েছে আর তাদের নতুন স্ট্রেনের জন্য পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে।

তেলেঙ্গানা রাজ্যেও ব্রিটেন ফেরত ১৮ জন করোনা পজিটিভ ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। কর্ণাটক রাজ্যেও ব্রিটেনের ফেরত ১৪ জন করোনা পজেটিভ রয়েছে এখন পর্যন্ত। এদিকে রাজস্থানে ব্রিটেন ফেরত ৮১১ জনকে ট্র্যাক করার কাজ শুরু হয়েছে। আমাদের রাজ্যেও এর প্রভাব পড়েছে এবং ব্রিটেন ফেরত ব্যক্তিদের করোনা টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ন্যাশনাল টাস্ক ফোর্স এর তরফ থেকে জানানো হয়েছে যে কোভিদ ১৯ এর এই নতুন ট্রেনের পরিপ্রেক্ষিতে তার চিকিৎসা পদ্ধতিতে এই মুহূর্তে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কোভিদ পজিটিভ রোগীর এর 5% এর নতুন স্ট্রেন আছে কিনা তা পরীক্ষা করা হবে। ইতিমধ্যে ব্রিটেনের ফেরত পঞ্চাশটি স্যাম্পেল পরীক্ষার প্রক্রিয়া চলছে।

তবে আশার কথা, এইমস সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে করোনাভাইরাসের এই নতুন স্ট্রেন নিয়ে আতঙ্কের কিছু নেই। করোনাভাইরাসে গড়ে মাসে দুবার করে মিউটেশন হয় এবং এখনো পর্যন্ত এই মিউটেশন কোনরকম নতুন লক্ষণের সৃষ্টি করেনি। এছাড়াও আইসিএমআর এর তরফ থেকে জানানো হয়েছে ভারতের ভ্যাকসিন যথেষ্ট আশানুরূপ ফল দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!