এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার মাঝেই উদ্ভব হল আরও এক ভয়াবহ রোগের! বাংলায় বাড়ছে আতঙ্ক !

করোনার মাঝেই উদ্ভব হল আরও এক ভয়াবহ রোগের! বাংলায় বাড়ছে আতঙ্ক !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একেই করোনাকে সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সকলকে। সঠিক প্রতিষেধক না বেরোনোর কারনে এই দিনকে দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্তমানে তা পশ্চিমবঙ্গে ভয়াবহ আকার নিয়েছে‌। আর এরই মধ্যে গোদের উপর বিষফোঁড়া হিসেবে আরও এক ভয়াবহ অজানা রোগের আক্রমণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বীরভূমের রামপুরহাট 2 নম্বর ব্লকের মাড়গ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এটেলপাড়ার বাসিন্দাদের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে এই গ্রামে একটি অজানা রোগে বেশকিছু মানুষের মৃত্যু হয়। প্রথমে একটি নাবালক শিশু অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে শনিবার রাতে চার বছরের আরেক শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। এদিকে রবিবার সকালে আরও একটি শিশু এই অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হয়। কিন্তু করোনা ভাইরাসের সময় ফের কি এমন রোগের উদ্ভব হল, যা একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, প্রথমে এই রোগের ফলে প্রচন্ড পেটের যন্ত্রণা হচ্ছে। তার পর বমি। আর এরপরই মৃত্যু হচ্ছে একের পর এক নাবালক শিশুর। ইতিমধ্যেই এলাকায় একের পর এক শিশুর অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পেয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। রবিবার সকলে সেই গ্রাম পরিদর্শনে গিয়েছেন বিডিও, বিএমওএইচ, পঞ্চায়েত প্রধান সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ঠিক কী কারণে এই রকম অজানা রোগের প্রাদুর্ভাব দেখা দিল?

এর পেছনে করোনার নতুন উপসর্গ রয়েছে কিনা, তা নিয়েও চিন্তার ভাঁজ তৈরি হয়েছে অনেকের মধ্যে। এদিন এই প্রসঙ্গে ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ রায় চৌধুরী বলেন, “নতুন করে করোনার উপসর্গ কি না, খাবার অথবা জলের বিষক্রিয়ায় তিন জনের প্রাণ গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রামের 131 জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও পানীয় জল এবং খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে জানতে পারব, কেন এমন ঘটনা ঘটল।”

এদিকে এই ব্যাপারে স্থানীয় বিডিও রাজীব পোদ্দার বলেন, “আপাতত ওই গ্রামের বাসিন্দাদের নিজের এলাকা ছেড়ে অন্যত্র যেতে বারণ করা হয়েছে। পুকুরের জল ব্যবহার করতে বারণ করা হয়েছে।” সব মিলিয়ে করোনা ভাইরাসের মধ্যে এবার একের পর এক নাবালক শিশুর মৃত্যু নতুন অজানা রোগের তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে বীরভূমে। এখন ভয়াবহ এই রোগ চিহ্নিত করে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!