এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা নয় নতুন ভাইরাস ছড়াচ্ছে, অভিযোগ ঘিরে জোর শোরগোল

করোনা নয় নতুন ভাইরাস ছড়াচ্ছে, অভিযোগ ঘিরে জোর শোরগোল

গোটা দেশ এখন করোনা ভাইরাসের ভয়ে ভুগতে শুরু করেছে। কবে এই ভাইরাসকে দূরীভূত করা যাবে, তা প্রধান চিন্তা হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। তবে করোনা ভাইরাসকে মোকাবিলার জন্য শাসক-বিরোধী সকলে ঐক্যবদ্ধ হয়ে এখন লড়াই করার চেষ্টা করছেন। যা দেখে রীতিমতো খুশি গোটা দেশবাসী। কিন্তু ঐকবদ্ধ পরিস্থিতি যে রাজনীতিতে থাকে না, তা ফের প্রমাণ হয়ে গেল। এবার দেশে করোনা ভাইরাস যখন চূড়ান্ত আকার ধারণ করেছে, ঠিক তখনই বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক ভাইরাস ছড়ানোর অভিযোগ করলেন কংগ্রেসের সোনিয়া গান্ধী।

সূত্রের খবর, এদিন দলের শীর্ষ নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন কংগ্রেস সভানেত্রী। আর সেখানেই মহারাষ্ট্রের পালঘরে সাধু হত্যার ঘটনায় বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ করেন তিনি। এদিন তিনি বলেন, “আমি আপনাদের এমন একটা তথ্য জানাতে চাই যা প্রত্যেকের জন্য উদ্বেগের বিষয়। আমাদের যখন ঐক্যবদ্ধভাবে করোনার মোকাবিলা করা উচিত, তখনও বিজেপি সমাজে সাম্প্রদায়িকতা এবং ঘৃণার ভাইরাস ছড়িয়ে চলেছে। এতে আমাদের সামাজিক সৌহার্দের সমূহ ক্ষতি হচ্ছে।”

আর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর এই মন্তব্যের থেকেই পরিষ্কার যে, তিনি মহারাষ্ট্রের সেই সাধু হত্যার ঘটনার কথা উল্লেখ না করলেও, করোনা ভয়াবহতার মধ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে বিজেপি, একথা বলে তিনি সেই ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এদিনের বৈঠক থেকে করোনা ইস্যুতেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, “3 মের পর কি করা উচিত, সেই সম্পর্কে কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই। এরপর যদি আবার লকডাউন করা হয়, তাহলে সেটা আরও বিপদজনক হবে। সরকার কিষান এবং মজুরদের কথা ভাবছে না। লকডাউনে 12 কোটি মানুষ কাজ হারিয়েছেন। এদের প্রত্যেকের পরিবারকে অন্তত 7500 টাকা করে দেওয়া উচিত।” পাশাপাশি দেশের এই দুর্দিনে যারা বাইরে আছেন, তাদের পরিবারদের 10 কেজি করে খাদ্যশস্য, 1 কেজি ডাল এবং 500 গ্রাম চিনি দেওয়ার কথা বলেন কংগ্রেসের সোনিয়া গান্ধী।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতিতে অন্য কোনো বিষয় নিয়ে আলোকপাত হবে না, এটাই স্বাভাবিক। কারণ করোনা দিনে দিনে মহামারীর আকার নিচ্ছে‌। ফলে ঐক্যবদ্ধ হয়ে এই করোনা ভাইরাস আটকানোই এখন সকলের প্রধান লক্ষ্য হওয়া উচিত। কিন্তু এই ভাইরাসের উত্থানের সময়কালে মহারাষ্ট্রে যেভাবে সাধু হত্যার ঘটনা ঘটেছে, তা সত্যিই নজিরবিহীন।

এদিন দলীয় বৈঠকে সেই ব্যাপারটি তোলার পাশাপাশি করোনা ইস্যুতেও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে শোরগোল তুলে দিলেন কংগ্রেসের সোনিয়া গান্ধী। এখন এই ঘটনার প্রভাব জাতীয় রাজনীতিতে কিভাবে পড়ে, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!