এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা নিম্নমুখী হতেই নতুন রোগের দাপট, চিন্তা বাড়ছে বাংলায়!

করোনা নিম্নমুখী হতেই নতুন রোগের দাপট, চিন্তা বাড়ছে বাংলায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রথম ঢেউয়ের সঙ্গে লড়াই করার পর বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে গোটা রাজ্যকে। ইতিমধ্যেই করোনা ভাইরাসে দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই নিচের দিকে নামতে শুরু করেছে। যার ফলে দ্রুত এই করোনাকে দূরীভূত করা সম্ভব হবে বলেই আশাবাদী চিকিৎসকরা। কিন্তু করোনা ভাইরাস নিম্নমুখী হলেও এবার চিন্তা বাড়িয়ে রাজ্যে হানা দিল সোয়াইন ফ্লু।

জানা গেছে, ইতিমধ্যেই কলকাতায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত তিনজন ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে। স্বাভাবিক ভাবেই করোনা ভাইরাস দূরীকরণে রাজ্য সরকার পদক্ষেপ নিলে এবং তা কার্যকর হলেও, এই সোয়াইন ফ্লু এখন ক্রমশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সকলের কাছে। অর্থাৎ করোনা ভাইরাস বিদায় নিতে না নিতেই এবার নতুন করে রোগ হাতছানি দিল বাংলায়।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার বিধানসভা নির্বাচনের সময় করোনা ভাইরাস হু হু করে বৃদ্ধি পেয়েছে। আর তারপরই তৃতীয় বার ক্ষমতায় বসে তার প্রধান লক্ষ্য করোনা ভাইরাস আটকানো বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত করেই প্রশাসনের প্রথম বৈঠকের দিন একগুচ্ছ বিধি-নিষেধ জারি করতে দেখা গিয়েছিল তাকে।

যার ফলে করোনা ভাইরাস অনেকটাই নিম্নমুখী হয়ে যেতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে কলকাতা শহরে তিনজন সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেল। দ্রুত যদি এই রোগ আটকানো সম্ভব না হয়, তাহলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই এখন থেকেই এই ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ জরুরি বলেই মনে করছেন চিকিৎসকরা।

একাংশ বলছেন, 2020 সাল থেকে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে হচ্ছে ভারতবর্ষকে। চলতি বছরের শুরু থেকে আবার সেই করোনা ভাইরাসের দাপট দেখা গিয়েছে। তবে এখন ধীরে ধীরে তা আয়ত্তের মধ্যে আসতে শুরু করেছে। কিন্তু পরিস্থিতি এখনও সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়নি। ভ্যাকসিন প্রক্রিয়ায় জোর দিতে শুরু করেছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার।

আর তার মাঝেই বাংলার রাজধানী কলকাতায় সোয়াইন ফ্লুর হানা‌। দ্রুত এই ব্যাপারে সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে এবং স্বাস্থ্য দপ্তর যদি সচেতন হয়, তাহলে তাকে আটকানো অনেকটাই সম্ভব হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে করোনা ভাইরাসের পর এবার সোয়াইন ফ্লু নিয়ে রীতিমত জেরবার বাংলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!