এখন পড়ছেন
হোম > অন্যান্য > বড়সড় সুসংবাদ, একেবারে নির্মূল হতে চলছে করোনা, আশার খবর শোনালো ICMR-এর বিশেষজ্ঞরা

বড়সড় সুসংবাদ, একেবারে নির্মূল হতে চলছে করোনা, আশার খবর শোনালো ICMR-এর বিশেষজ্ঞরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- দেশে প্রতিদিন করোনা সংক্রমণ নতুন রেকর্ড করছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৮৭১ জন মানুষ। আর সেখানে মৃত্যু হয়েছে ১০৩৩ জনের। অন্যদিকে, দেশে নতুন সংক্রমণে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭৪ লক্ষ ৯৪ হাজার ৫৫২ জন।

এরমধ্যে আক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৮৩ হাজার ৩১১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৫ লক্ষ ৯৭ হাজার ২১০ জন। সেইসঙ্গে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৩০১ জন।

তবে এই পরিস্থিতিতে আশার আলো দেখাতে শোনা গেল আইসিএমআরের বিশেষজ্ঞদের। তাদের কথায়, করোনার সর্বোচ্চ সংক্রমণের হার মোটামুটি ভাবে চলে গিয়েছে তা বলা যায়। এখন কেবলমাত্র করোনা জয়ের অপেক্ষা মাত্র। বস্তুত, দেখতে দেখতে কেটে গেছে প্রায় আট মাস। সেইসঙ্গে দেশে করোনা সংক্রমনের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ লক্ষ।

সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুসংখ্যাও দেখা গেছে এরই মধ্যে প্রায় ১ লক্ষ ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকদের মতে এবার আসতে আসতে সেই সক্রিয় রোগীর সংখ্যা কমতে থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে সেই সঙ্গে তাঁরা সতর্কবার্তা ও শুনিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁদের কথায়, এখনই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আনন্দ করার সময় আসেনি। তার কারণ দেশে করোনার আরেকদফা সংক্রমণ আসতে বাকি আছে। এক্ষেত্রে মৃত্যুহার হয়তো তেমন বেশি না হলেও সংক্রমণ ১৫ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে, উপসর্গহীন রোগীর সংখ্যা যথেষ্ট পরিমাণে থাকায় আতঙ্ক ছড়াচ্ছে চিকিৎসকদের মধ্যে। তাদের কথায়, সামান্যতম উপসর্গও না থাকায় মানুষকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। তাই কেবলমাত্র লকডাউনের মাধ্যমেই ভবিষ্যতে কোনো সংক্রমণকে কমানো যেতে পারে বলেও মনে করেছেন কেউ কেউ।

সেই সঙ্গে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং আইআইটি সদস্যরা একটি কমিটি গঠন করেছেন, যারা কিনা একটি রূপরেখা তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল সুপারমডেল। বস্তুত এই গাণিতিক বিশ্লেষনের মাধ্যমেই এমন কথা বলা হয়েছে বলে জানা গেছে।

সেই সঙ্গে উৎসব শুরু হয়ে গেছে। বাঙালির থেকে শুরু করে সারা দেশবাসি মুখিয়ে আছে উৎসবের আনন্দে মেতে ওঠার। তাই এমন পরিস্থিতিতে উৎসবের আনন্দে মেতে ওঠার আগে এমন সংবাদ মানুষকে আরো একবার সতর্কবার্তার কথাই শোনাবে, সেটাই মনে করছেন চিকিৎসকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!