এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা হলে কোথায় পাবেন টাকা ? আপনার চিন্তা দূর করে এগিয়ে এলো গাড়ি প্রস্তুতকারক কোম্পানি-জেনে নিন

করোনা হলে কোথায় পাবেন টাকা ? আপনার চিন্তা দূর করে এগিয়ে এলো গাড়ি প্রস্তুতকারক কোম্পানি-জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতি সামলাতে, বা ভবিষ্যতে করোনা পরিস্থিতির মত এমন কোনো পরিস্থিতি এলে কি করা উচিৎ সেই নিয়ে অনেককেই নানা কিছু ভাবতে দেখা গেছে। কিন্তু এবার নতুন করে যা জানা গেলো তাতে চোখ কপালে উঠেছে অনেকের। জানা গেছে, এই অভিনব উপায় নিয়েছে একটি মোটর প্রস্তুতকারক কোম্পানি।

বস্তুত, গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে পিক-আপ সেগমেন্টে দেশের অন্যতম সেরা সংস্থা হল মাহিন্দ্রা। আর এবার তাই বর্তমান পরিস্থিতির কথা ভেবে নিজেদের গ্রাহকদের জন্য এক নতুন পদক্ষেপ নিতে দেখা গেল এই সংস্থাকে। তাদের কথায় ক্রমবর্ধমান করোনা সংক্রমণ ও দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে নাকি তারা করোনা ইনসিওরেন্স বা করোনা বিমা চালুর কথা ভেবেছেন। সেই সঙ্গে জানা গেছে যে, বোলেরো পিক-আপ রেঞ্জের গ্রাহক বা ক্রেতারা প্রত্যেকেই এই বিমার সুবিধা পাবেন বলেও জানা গেছে।

তবে কি আছে এই বিমায়? জানা গেছে, এক্ষেত্রে গ্রাহক ও তাঁর পরিবারকে প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার পরিষেবা প্রদান করা হবে। নতুন গাড়ি কেনার পর সাড়ে নয় মাস পর্যন্ত বিমার সময়কাল বৈধ থাকবে। এক্ষেত্রে গ্রাহক ও তাঁর পরিবারকে নাম, জন্মের তারিখ ও ঠিকানাসংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এই বীমা অনুযায়ী চালক বা তাঁর পরিবারের কোনও সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর যদি হোম কোয়ারান্টিনে থাকেন বা হাসপাতালে ভর্তি করতে হয়, তা হলেই বিমার সুবিধা পাওয়া যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মাহিন্দ্রার ৭৫ বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। আর সেই উপলক্ষে এই সংস্থার গ্রাহক, কর্মী, অংশীদার থেকে শুরু করে পুরো কমিউনিটির ক্ষেত্রে এই বিমা একটি ইতিবাচক পদক্ষেপ আনবে বলেই মনে করা হচ্ছে। সংস্থার তরফে জানা গেছে যে, পিক-আপ রেঞ্জের কাস্টমার বা গ্রাহকরা নানা কাজে ব্যস্ত থাকেন। জরুরি পরিষেবার সূত্রে নানা জায়গায় তাঁদের যেতেও হয়।

সেইসঙ্গে পণ্য পরিবহন সহ একাধিক কাজে বহু এলাকার মানুষজনের সঙ্গে কথাও বলতে হয় তাঁদের। তাই করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব এড়ানো তাঁদের পক্ষে প্রায় অসম্ভব। যার ফলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় অনেকখানি। আর তাই মাহিন্দ্রা পিক-আপ সেগমেন্টের বাজারে অন্যতম নেতৃত্ব হিসেবে এই মানুষজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বলেই মনে করা হচ্ছে।

সেই সঙ্গে সংস্থার তরফে এই কঠিন পরিস্থিতিতে এই ধরনের বিমা চালক তথা গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি মানসিক শান্তির বিষয়টিও সুনিশ্চিত করবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই করোনা ইনসিওরেন্স দেওয়ার জন্য সম্প্রতি ওরিয়েন্টাল ইনসিওরেন্স কোম্পানির সঙ্গে গাটছড়া বাঁধতে দেখা গেছে মাহিন্দ্রাকে।

তবে শুধুমাত্র বোলেরো পিক-আপ রেঞ্জের ক্ষেত্রেই এই বিমার সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা। সেক্ষেত্রে ১লা অক্টোবর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত বোলেরো পিক-আপ রেঞ্জের বোলেরো পিক-আপ, বোলেরো ম্যাক্সি ট্রাক, বোলেরো সিটি পিক-আপ, বোলেরো ক্যাম্পার গাড়িগুলিতে গ্রাহকেরা বিমা পাবেন বলেও জানান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!