এখন পড়ছেন
হোম > অন্যান্য > সর্বনাশ! করোনা গবেষণায় উঠে এল নতুন তথ্য, এবার শুয়োর থেকেও ভাইরাস ছড়ানোর আশঙ্কায় বিজ্ঞানীরা?

সর্বনাশ! করোনা গবেষণায় উঠে এল নতুন তথ্য, এবার শুয়োর থেকেও ভাইরাস ছড়ানোর আশঙ্কায় বিজ্ঞানীরা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিশ্বজুড়ে করোনার প্রভাব এখনো মারাত্মক অবস্থায় রয়েছে। পরিস্থিতি সামলাতে এখনো জেরবার হচ্ছে বিশ্বের বহু দেশ। কিন্তু তার মধ্যেই প্রতিদিনই প্রায় করোনা নিয়ে নতুন নতুন তথ্য উঠে আসছে, যা আতঙ্ক কমানোর বদলে আরো বাড়িয়ে তুলছে সাধারণের বলে মনে করা হচ্ছে। প্রথম থেকেই বলা হচ্ছিল করোনার জীবাণু বাহক হল বাদুড়। কিন্তু এবার বাদুরের সাথে সাথে সংক্রমণ ছড়ানোর তালিকায় নাম জুড়েছে পরিচিত প্রাণী শুয়োরের। সম্প্রতি জানা গিয়েছে, এবার শুয়োরের থেকেও মানব শরীরে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

জানা যাচ্ছে, সাম্প্রতিক কালে বেশ কয়েকটি শুয়োরের দেহে করোনার সংক্রমণ টের পাওয়া গেছে। করোনার ফলে শুয়োরদের পেট খারাপ হয়েছিল বলে জানা গেছে। অন্যদিকে এই নির্দিষ্ট ভাইরাস শুয়োরবাহিত হয়ে মানবদেহে ছড়িয়ে পড়ার অপেক্ষায়। চীন জুড়ে এরকম বহু আক্রান্ত শুয়োরের খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এই নতুন করোনা ভাইরাসের নাম দেওয়া হয়েছে এসএডিএস-সিওভি। মনে করা হচ্ছে বাদুড়ের শরীর থেকে আক্রান্ত শুয়োরগুলির শরীরে করোনা ছড়িয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং এই শুয়োরের শরীর থেকে পরবর্তীতে মানুষের দেহ করোনা ছড়িয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে কিছুদিন আগেই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের বিজ্ঞানীরা যেকোনরকম শুয়োর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন। অন্যদিকে আরেকটি ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, চীন এবং ভিয়েতনামে কিউলেক্স মশা ও শুয়োরের মাধ্যমে সিকিইউভি নামক একটি ভাইরাস ছড়িয়ে পড়ছে। চীনে পালিত শুয়োরের শরীরে মিলেছে এই সিকিইউভি ভাইরাস, যাকে সাধারণ মানুষ ক্যাট কে ভাইরাস হিসেবেই চেনে।

এই ভাইরাসের প্রভাবে জ্বর, ম্যানেনজাইটিস এবং শিশুদের এনকেফেলাইটিস হতে পারে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, করোনা নিয়ে গবেষণায় প্রতিদিনই নিত্য নতুন তথ্য উঠে আসছে। কিন্তু তাতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বরং সাবধানতা ও সচেতনতা বজায় থাকলে রোগ এড়িয়ে চলা সম্ভব। অন্যদিকে করোনা নিয়ে মানুষের হাহাকার বেড়েই চলেছে। কবে হবে করনার অবসান তা নিয়ে প্রতিদিনই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন বিশেষজ্ঞরা। আপাতত প্রতিষেধক আবিষ্কারের দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!