এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন গুজব, জেনে নিন

করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন গুজব, জেনে নিন

এই মুহূর্তে পরিস্থিতি হল একটি ক্ষুদ্র ভাইরাস বিশ্বগ্রাসী ক্ষুধায় সবকিছু গিলতে আসছে। দিশাহারা পৃথিবী। চলছে লকডাউন। সরকার সাধ্যমত মানুষকে বোঝাবার চেষ্টা করছেন। করোনা ভাইরাস নিয়ে ইতিমধ্যেই ত্রাহি ত্রাহি রব বিভিন্ন দেশে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃত্যুর হার। প্রধানমন্ত্রীর নির্দেশেই ইতিমধ্যে আমাদের দেশ ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন। আগামী 14 ই এপ্রিল এই লকডাউন শেষ হবে বলে খবর। পরিস্থিতি কিন্তু প্রতিদিন জটিল থেকে জটিলতর হচ্ছে।

কিন্তু তার মধ্যেও করোনাকে হারানোর লড়াই জারি রয়েছে। তবে বারংবার বলা সত্বেও সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কিছু মানুষ এখনো করোনা সংক্রান্ত গুজব ছড়িয়ে চলেছেন নির্দ্বিধায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার খবরের সূত্রে জানা যাচ্ছে, বাঁধাকপির ওপর নাকি করোনা ভাইরাস সবথেকে বেশি সময় বেঁচে থাকে। আরও দাবি করা হয়েছে, এই তথ্য নাকি খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে। বলা হচ্ছে, বাঁধাকপির ওপর করোনা ভাইরাস প্রায় 30 ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকে।

এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো তথ্য বা প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম করে যে তথ্যটি চালানোর চেষ্টা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেটি সম্পূর্ণ ভুয়ো। বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁধাকপির মধ্যে এক ধরনের পোকা থাকে যেগুলো মানুষের শরীরের সংস্পর্শে এলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে বাঁধাকপি যদি সঠিক তাপমাত্রায় সেদ্ধ করে রান্না করা হয়, তাহলে সেটি খাওয়া যেতেই পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গোটা বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে 13 লক্ষ 47 হাজার 330 এ। এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 74 হাজার 761 জনের। এই অবস্থায় যদি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভ্রান্ত খবর ছড়িয়ে পড়তে থাকে, তাহলে মানুষের মনে আতঙ্ক আরো চরম আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। আগেই সরকারি সূত্রে জানানো হয়েছিল, করোনা ভাইরাস সংক্রান্ত যেকোন রকম মেসেজ শুধুমাত্র সরকারি দপ্তর করতে পারবে।

এই পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় যদি কেউ ভুলভাল খবর পোস্ট করেন, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এই মুহূর্তে ভারত সরকারের একটাই চিন্তা, কিভাবে করোনাকে দেশছাড়া করা যায়। আর তা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কেন্দ্র তথা রাজ্য সরকারগুলি। যথাযথ সতর্কতা ও সচেতনতা নিয়ে প্রতিমুহূর্তে বার্তা দেওয়া হচ্ছে জনগণকে। তবে তার মধ্যেই বিভিন্ন ভুয়ো খবর মানুষকে আরো আতঙ্কিত করে তুলছে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!