এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা জুজু উড়িয়ে উত্তরবঙ্গ দিয়ে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর! জল্পনা বাড়ছে সর্বস্তরে!

করোনা জুজু উড়িয়ে উত্তরবঙ্গ দিয়ে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর! জল্পনা বাড়ছে সর্বস্তরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –অন্যান্য রাজ্যে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল, তখন পশ্চিমবঙ্গে সেই করোনার দাপট অতটা প্রত্যক্ষ করেনি সাধারণ মানুষ। কিন্তু যত দিন গিয়েছে, ততই পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তবে প্রথম দিকে দক্ষিণবঙ্গে করোনা পরিস্থিতি শুরু হলেও, উত্তরবঙ্গের সেভাবে তার দাপট দেখা যায়নি। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে দেখা গেছে। তবে বর্তমানে সেই করোনা পরিস্থিতি কিছুটা হলেও আয়ত্তে এসেছে।

সরকারের পক্ষ থেকে লকডাউনকে তুলে দিয়ে পুজোর মুখে মানুষের সুবিধার জন্য সমস্ত দোকানপাট খুলে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার উত্তরবঙ্গের 5 জেলার করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যায় আগামী মঙ্গলবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

আর তার পরদিন বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। আর এই বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উত্তরবঙ্গের ওএসডি সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। আর করোনা আবহের মধ্যে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্য দিয়ে ৫ জেলার করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে কি উঠে আসে, সেদিকে অবশ্যই নজর থাকবে সকলের।

একাংশ বলছেন, এই বৈঠকে করোনা আক্রান্তের সংখ্যা, পরিকাঠামো, সুস্থতা কতটা বেড়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্নের মুখে পড়লে যাতে তথ্য সম্বলিত উত্তর দেওয়া যায়, তার জন্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা করোনা ভাইরাস নিয়ে নিজের জেলার তথ্য রাখতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, জেলা সফরের সময় প্রতিবারই মুখ্যমন্ত্রী অন্যান্য বিষয়ের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে পরিস্থিতি কিছুটা হলেও অন্যরকম। তাই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনার মাঝে করোনা পরিস্থিতি যে উঠে আসবে, তা বলার অপেক্ষা রাখে না। ফলে এখন থেকেই বিভিন্ন জেলার স্বাস্থ্য দপ্তরের কর্তাব্যক্তিরা সেই ব্যাপারে তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন।

বস্তুত, গত 24 ঘন্টায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 303 জন ব্যক্তি। যেখানে সুস্থ হয়ে উঠেছেন প্রায় 421 জন ব্যক্তি। স্বভাবতই ধীরে ধীরে সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কিছুটা হলেও আশাবাদী স্বাস্থ্য দপ্তরের কর্তাব্যক্তিরা। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে যে এই বিষয়টিও তুলে ধরা হবে, সেই ব্যাপারটি একপ্রকার নিশ্চিত। এদিন এই প্রসঙ্গে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের আধিকারিকরা বলেন, “করোনা মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশে লকডাউন করে কিছু সাফল্য পাওয়া গিয়েছে। তাও বৈঠকে তুলে ধরা হবে। এর বাইরে এখানকার পর্যটন শিল্প, ব্যবসা, বাণিজ্য, সড়কপথ প্রভৃতি বিষয়েও আলোচনা হতে পারে।”

এদিকে এই ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উত্তরবঙ্গের ওএসডি ডাঃ সুশান্ত কুমার রায় বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে করোনা মোকাবিলার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর বৈঠকে আমন্ত্রণ পেয়েছি। বৈঠক এখানকার করোনা পরিস্থিতি তুলে ধরব।” সব মিলিয়ে এবার করোনা আবহের মধ্যে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মহতি বৈঠকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!