এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা নিয়ে ভয়ঙ্কর উদ্বেগ প্রকাশ আইএমএর, তৃতীয় ঢেউ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা

করোনা নিয়ে ভয়ঙ্কর উদ্বেগ প্রকাশ আইএমএর, তৃতীয় ঢেউ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টকরোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পর এবার হাতছানি তৃতীয় ঢেউয়ের। আর তাই নিয়ে কার্যত প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, তৃতীয় ঢেউ আসার আগেই শেষ করতে হবে প্রয়োজনীয় টিকাকরণ। আর এবার সে কথাই জানালেন ভারতীয় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তৃতীয় ঢেউ নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করলেন তাঁরা। পাশাপাশি জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রান্ত ঢিলেমি চোখে পড়ছে, যা কার্যত আগামী দিনে আবারও বড়সড় বিপর্যয় নিয়ে আসতে পারে বলেমনে করা হচ্ছে। প্রসঙ্গত, করোনা নিম্নমুখী হওয়ায় অনেকের ধারণা এবারের মতন হয়তো করোনাকে এড়ানো গেল।

কিন্তু এই আত্মতুষ্টি ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে বলেই মনে করছেন চিকিৎসকরা। কারণ শীঘ্রই আসছে করোনার তৃতীয় ওয়েভ। সোমবার কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে বিশেষভাবে সতর্ক করেছে আইএমএ বলে জানা যাচ্ছে। তাঁদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে করোনা নিষেধাজ্ঞা না মেনে জমায়েত হচ্ছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। পাশাপাশি কিছুদিনের জন্য পর্যটন, তীর্থযাত্রা এবং ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখার আবেদন জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তাঁদের তরফ থেকে বলা হচ্ছে, যদি প্রতিষেধক ছাড়াই এরকম বড় জমায়েত হয়, তাহলে সুপার স্প্রেডার হওয়া সময়ের অপেক্ষা।

ইতিমধ্যেই চিকিৎসকরা জানিয়েছেন, কার্যত প্রতিষেধক এবং কঠোর করোনাবিধি মেনে চললে করোনাকে এড়িয়ে চলা সম্ভব। প্রসঙ্গত দেশের দৈনিক সংক্রমণ এই মুহূর্তে 37000 এর কোটায়। কিন্তু দৈনিক সংক্রমণ কমলেও দেশের কয়েকটি রাজ্য এখনো উদ্বেগ বাড়িয়ে রেখেছে। কার্যত মহারাষ্ট্র, কেরল সহ 17 টি রাজ্যের 66 টি জেলায় এই মুহূর্তে সংক্রমণের হার অন্তত 10 শতাংশের বেশি। যা চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের কপালে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী জানা যাচ্ছে, রবিবার দৈনিক সংক্রমণের হার ছিল 2.25%।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি অ্যাক্টিভ কেস নিম্নগামী হলেও কোভিডের কারণে মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 724 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়েছেন, করোনায় মৃত্যুর সংখ্যা যদি এক শতাংশের নিচে নেমে আসে, তবেই পরিস্থিতি কিছুটা উন্নত বলা যাবে। বর্তমানে কোভিডে মৃত্যুর হার 1.32%। পাশাপাশি জানা যাচ্ছে, বিভিন্ন রাজ্যের প্রায় 90 থেকে 80% সংক্রমণের খবর মিলেছে। তার মধ্যে মহারাষ্ট্রের 15 টি, কেরলের 14 টি, তামিলনাড়ুর 12 টি, উড়িষ্যা, অন্ধপ্রদেশ ও কর্নাটকের দশটি জেলা রয়েছে।

এক্ষেত্রে বোঝাই যাচ্ছে, দেশের উত্তর এবং দক্ষিণে রাজ্যগুলিতে সংক্রমণ যথেষ্ট বেশি। এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই জমায়েত করলে সংক্রমণ যে আরও বাড়বে তা নিয়ে কোনো সন্দেহই নেই। পাশাপাশি তৃতীয় ঢেউ ঠেকিয়ে রাখতে ভ্যাক্সিনেশনের গুরুত্ব প্রযোজ্য। সে জায়গায় যদি কোনরকম হেলাফেলা করা হয়, তাহলে করোনা পরিস্থিতি আগামীদিনে মাত্রাছাড়া অবস্থায় পৌঁছাবে বলে ইতিমধ্যেই বিশেষজ্ঞ ও চিকিৎসকরা উদ্বেগ বার্তা দিয়ে রেখেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!