এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার নয়া বৈশিষ্ট্যে চিন্তা স্বাস্থ্যমহলে, ডেল্টা প্লাস ছড়াচ্ছে আতঙ্ক!

করোনার নয়া বৈশিষ্ট্যে চিন্তা স্বাস্থ্যমহলে, ডেল্টা প্লাস ছড়াচ্ছে আতঙ্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রথম ঢেউয়ের পর বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে গোটা ভারতবর্ষকে। আবার নতুন করে ডেল্টা প্লাস প্রজাতি মাথাচাড়া দিতে শুরু করেছে। যা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বের পাশাপাশি ভারতবর্ষ জুড়ে। একের পর এক ঢেউয়ের সঙ্গে আর কতদিন যাবৎ লড়াই করবেন সাধারন মানুষ, এখন এটাই স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে সরকার, সবার কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তার মধ্যেই ডেল্টা প্রজাতি নিয়ে নয়া আশঙ্কার কথা জানিয়ে দিতে দেখা গেল করোনা ভাইরাস নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে গঠিত প্যানেলের প্রধান এন কে আরোরাকে। যার ফলে দ্বিতীয় ঢেউয়ের প্রভাব শেষ হতে না হতেই ডেল্টা প্রজাতি নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়তে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্য বর্তমানে ব্যাপক চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরেও ডেল্টা প্লাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। আর তার মধ্যেই করোনা ভাইরাস মোকাবিলার জন্য সরকারের পক্ষ থেকে যে ন্যাশনাল টেকনিক্যাল গ্রুপ অফ ইমিউনাইজেশন গঠন করা হয়েছে, সেই গ্রুপের চেয়ারম্যানের গলায় শোনা গেল বিস্ফোরক তথ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সেই গ্রুপের চেয়ারম্যান ডাঃ অরোরা বলেন, “ফুসফুসের মিউকোসাল লাইনিংয়ের উপর অনেক বেশি প্রভাবশালী ডেল্টা প্লাস প্রজাতি। অনেক বেশি সংযুক্ত হয়। তবে তার ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় কিনা, তা স্পষ্ট নয়। এই নতুন প্রজাতি বেশি সংক্রামক বা কোনো উপসর্গের জন্ম দেবে, এই রকমটা বলা যাবে না। তবে যারা টিকা নিয়ে ফেলেছেন, তাদের ওপর খুব বেশি এই প্রজাতি প্রভাব ফেলবে না। আমাদের এই প্রজাতির সংক্রমণের ওপর কড়া নজর রাখতে হবে।”

স্বাভাবিক ভাবেই করোনা ভাইরাস রোধে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গঠিত প্যানেলের প্রধানের গলা থেকে এই রকম মন্তব্য সামনে আসায় রীতিমতো আতঙ্ক ক্রমশ বাড়তে শুরু করেছে। তাহলে কি প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের থেকে আরও বেশি ভয়ঙ্কর হতে চলেছে করোনা ভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতি! সরাসরি ফুসফুসের উপর যদি এই প্রজাতি প্রভাব ফেলে, তাহলে সাধারন মানুষকে আরও বেশি সচেতন হতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, দ্বিতীয় ঢেউকে বিলীন করে ইতিমধ্যেই ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার ওপর জোর দেওয়া হয়েছে। ধীরে ধীরে আক্রান্ত মৃত্যুর সংখ্যা নীচের দিকে নামতে শুরু করেছে। আর তার মাঝেই ডেল্টা প্লাস প্রজাতি নিয়ে এই নয়া আশঙ্কার কথা শোনা গেল। যদিও বা সবটাই বিবেচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়ে দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক এন কে অরোরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ডেল্টা প্লাসকে রোধ করার জন্য এখন থেকেই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!