এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা ও শহরের অর্থনীতি বিষয়ে গ্রন্থ রচনা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর,উদ্বোধন করবেন মহারাজ !

করোনা ও শহরের অর্থনীতি বিষয়ে গ্রন্থ রচনা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর,উদ্বোধন করবেন মহারাজ !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরবঙ্গ তথা রাজ্যের বামপন্থী রাজনীতিবিদদের মধ্যে যথেষ্টই পরিচিত আছেন রাজ্যের প্রাক্তন পুর ও নগর উন্নয়নমন্ত্রী অশোক ভট্টাচার্য। সম্প্রতি তিনি শিলিগুড়ির পুর প্রশাসক। কয়েকমাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর দীর্ঘ সময় তিনি উত্তরবঙ্গের বাইরে যান নি। সম্প্রতি তিনি উত্তরবঙ্গের বাইরে আছেন। আজ সোমবার কলকাতা থেকে তিনি জানালেন যে, করোনা ও শহরের অর্থনীতি বিষয়ে একটি গ্রন্থ রচনা করতে চলেছেন তিনি। আর এই গ্রন্থের উন্মোচন করবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও সেইসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এ প্রসঙ্গে অশোক বাবু জানান, ” ওঁকে বইয়ের কথা বলতেই উন্মোচন করতে রাজি হয়ে যান।”

প্রসঙ্গত অশোক ভট্টাচার্যের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক বহু পুরনো। শোনা যায়, শিলিগুড়িতে গেলেই অশোকবাবুর বাড়িতে নিমন্ত্রণ বাধা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। অশোক বাবু জানিয়েছেন যে, সম্প্রতি সৌরভ গাঙ্গুলী কলকাতাতেই আছেন। অশোক বাবু কলকাতায় এসেছেন শুনেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। অশোক বাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ প্রসঙ্গে অশোকবাবু জানান যে, তাঁর পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গেই দীর্ঘকালের পরিচয় সৌরভ গাঙ্গুলীর। তাদের সকলেরই কথাই জানতে চেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে দীর্ঘসময় ধরে শিলিগুড়িতে যেতে পারছেন না বলে আক্ষেপও করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অশোক বাবু জানিয়েছেন যে, পুজোর আগে কলকাতার কোথা থেকে তাঁর বই প্রকাশ পাবে সে বিষয়টি সৌরভ গাঙ্গুলী স্থির করবেন। অনেকে মনে করছেন যে, একজন বাম রাজনীতিবিদ হিসেবে অশোক ভট্টাচার্য যথেষ্ট পরিচিত, তাই তিনি যখন করোনার আবহে শহরের অর্থনীতি বিষয়ে গ্রন্থ লিখবেন, সেই গ্রন্থে বামপন্থী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটবে।

প্রসঙ্গত সৌরভ গাঙ্গুলী যখন বিসিসিআই সভাপতি হলেন, ও অমিত শাহের ছেলে জয় শাহ বিসিসিআই সচিব হলেন, সেসময় বেশকিছু বামপন্থী সৌরভ গাঙ্গুলীকে গেরুয়া দলভুক্ত বলে মন্তব্য করেছিলেন। কিন্তু সে সময়েই ইডেন গার্ডেনে অনুষ্ঠিত গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম্যাচে সৌরভ গাঙ্গুলি অতিথি টিকিট পাঠিয়েছিলেন অশোক ভট্টাচার্যকে। এবার অশোক ভট্টাচার্যের গ্রন্থ উন্মোচন করতে চলেছেন তিনি। বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!