এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভারতের বুকে হলো করোনা ওষুধ আবিষ্কার, রামদেব বাবার দাবিতে জোর শোরগোল !

ভারতের বুকে হলো করোনা ওষুধ আবিষ্কার, রামদেব বাবার দাবিতে জোর শোরগোল !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি দেশজুড়ে করোনা সংক্রমণের কারণে পরিস্থিতি যে মারাত্মক ভয়াবহ আকার ধারণ করছে, সে ব্যাপারে ওয়াকিবহাল সবাই। প্রাথমিকভাবে করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন শুরু হয়েছিল। কিন্তু তাতেও পরিস্থিতির যে বিশেষ কোনো হেরফের হয়নি সেকথা এতদিনে স্পষ্ট। অন্যদিকে এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য সাধারণের হাতে কোন প্রতিষেধক বা ওষুধ নেই। তাতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

তবে বিশ্ব জুড়ে বিভিন্ন বৈজ্ঞানিক ও গবেষকরা করোনার প্রতিষেধক আবিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছেন বলে জানা যাচ্ছে। ভারতবর্ষও এক্ষেত্রে পিছিয়ে নেই বলেই শোনা যাচ্ছে। এবার পতঞ্জলির পক্ষ থেকে করোনা নির্মূল এর ওষুধ আবিষ্কার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে যোগগুরু বাবা রামদেব হরিদ্বারে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই দাবি করেছেন বলে জানা গেছে। পতঞ্জলি নির্মাতা বাবা রামদেব দাবি করেছেন, তাঁর সংস্থা থেকে যে ওষুধ আবিষ্কার হয়েছে করোনা আটকাতে, তার রীতিমত ক্লিনিক্যাল স্টাডি করা হয়েছে।

পাশাপাশি তিনি বলেন, এই ওষুধ মাত্র 3 দিন ব্যবহার করে 69% শতাংশ রোগী পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। আর সাত দিন ব্যবহার করে 100% করোনা রুগী সুস্থ হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। জানা গেছে, পতঞ্জলি থেকে আবিষ্কার হয়েছে যে ওষধটি, তার নাম রাখা হয়েছে ‘করোনিল’ আর ‘স্বসারি’। অন্যদিকে জানা গেছে, পতঞ্জলী গবেষণা কেন্দ্র ও নিমস-এর সম্মিলিত প্রচেষ্টায় এই আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়েছে। এদিন রামদেব বাবা দাবি করেছেন, ক্লিনিক্যাল ট্রায়ালের সময় ‘করোনিল’ আর ‘স্বসারি’ নামক ওষুধ দুটি 280 জন রোগীর উপর প্রয়োগ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছে। এমনকি দিল্লি, আমেদাবাদ সহ বেশ কয়েকটি শহরে এই ওষুধের ক্লিনিক্যাল টেস্ট করা হয়েছে বলে তিনি দাবী করেছেন। অন্যদিকে পতঞ্জলির প্রধান কার্যনির্বাহী কর্মরতা আচার্য বালকৃষ্ণ জানিয়েছেন, এবার 545 টাকার করোনা কীট আসতে চলেছে বাজারে। তবে সেটি মাত্র 30 দিন ব্যবহার করা যাবে। আগামী 7 দিনের মধ্যে পতঞ্জলী আবিষ্কৃত করোনা কীট পৌঁছে যাবে দেশের সমস্ত পতঞ্জলির দোকানে। এবার দেখার পতঞ্জলীর এই ওষুধ কতটা রোধ করতে পারে করোনাকে!

ভারতে যেভাবে করোনা প্রতিদিন নতুন করে রেকর্ড তৈরি করছে, তা রীতিমত আতঙ্কিত করে তুলেছে দেশের জনগণকে। অন্যদিকে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারও যে যথেষ্ট চাপের মুখে পড়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিকে সামলানোর জন্য তাই সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক, যেখান থেকেই হোক না কেন করোনা প্রতিষেধক যদি সত্যি সত্যি আবিষ্কার হয়, তাহলে তা হবে যুগান্তকারী সৃষ্টি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!