এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা পরিস্থিতিতে ছাত্রদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ শিক্ষামন্ত্রীর

করোনা পরিস্থিতিতে ছাত্রদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ শিক্ষামন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণের কারণে রাজ্য জুড়ে চলছে লকডাউন। যার ফলে কাজ হারিয়েছে বহু মানুষ। এই পরিস্থিতিতে পড়াশোনার খরচ বহন করা অনেকের পক্ষে কঠিন হয়ে পড়ছে। করোনা পরিস্থিতির কারণে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবার পিছিয়ে দেয়া হয়েছে। এবার কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোর ফি কমানো বা ফি মুকুব করে দেওয়া যায় কিনা? সে বিষয়ে উপাচার্যদের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

করোনা সংক্রমনের কারণে বহু মানুষ নিজেদের জীবিকা হারিয়েছেন। সন্তানের পড়াশোনা করাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বহু মানুষকে। রাজ্যের এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবার বিশেষ উদ্যোগ নিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী। গতকাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই বৈঠকে কলেজের ভর্তির ফি কমানো যায় কিনা? বা সম্পূর্ণ মুকুব করে দেওয়া যায় কিনা? এ বিষয়ে তিনি প্রশ্ন করেছিলেন।

গতবছর করোনা সংক্রমনের কারণে রাজ্যের একাধিক কলেজে প্রথম বর্ষের ভর্তির জন্য আবেদন করার সময় আবেদন ফি নেওয়া হয়নি। কলেজে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ যেন না নেওয়া হয়, সে বিষয়েও নির্দেশ দেয়া হয়েছিল রাজ্যের কলেজগুলোকে। এবছর করোনা সংক্রমণ আরো তীব্র আকার ধারণ করেছে। তাই এক্ষেত্রে কলেজগুলিতে ফি কমানো বা মুকুব করা যায় কিনা? সে বিষয়ে জানতে চাইলেন শিক্ষা মন্ত্রী। প্রসঙ্গত, গতবছর একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফি কমানো বা মুকুব করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে মতামত জানতে চেয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। আবার, বেশ কয়েক বছর আগে অভিন্ন স্ট্যাটিউট বিধির কিছু পরিবর্তন আনা হয়েছে। পুরনো বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে বিধি বদল করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে নতুন বিধি তৈরি না হওয়ায় সমস্যায় পড়েছে বিশ্ববিদ্যালয়গুলি। এই সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নতুন করে বিধি নির্ধারণের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কাছে মতামত জানতে চাইলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আবার করোনা আবহে রাজ্যের সমস্ত কলেজে স্বাভাবিক পঠন পাঠন বন্ধ রয়েছে, চলছে অনলাইনে ক্লাস। পরীক্ষা নেওয়া, পরীক্ষার ফল প্রকাশ সমস্ত চলছে অনলাইনে। ভর্তির ব্যবস্থাও চলেছে অনলাইনের মাধ্যমে। গতকাল এই সমস্ত বিষয়ে খোঁজ নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ বিষয়ে গুলিতে আরো ভালো কোন ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা? সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে মতামত জানতে চেয়েছেন তিনি।

আবার, ইতিপূর্বে কলেজ শিক্ষাকে বৃত্তিমূলক করার ব্যাপারে চিন্তা ভাবনা করেছিল রাজ্য সরকার। কলেজ পাশ করে যাতে চাকরির ব্যবস্থা করা যায়, সে বিষয়ে জোর দিতে চেয়েছিল রাজ্য সরকার। এজন্য পাঠক্রমের পরিবর্তন নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছিল। তবে বিষয়টি বেশিদূর এগোতে পারেনি। এবার এ বিষয় নিয়ে উপাচার্যদের কাছে মতামত জানতে চাইলেন শিক্ষামন্ত্রী। এর সঙ্গে সঙ্গেই কলেজে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে গতকালের বৈঠকে। ইতিপূর্বে একাধিকবার ছাত্র সংসদের নির্বাচন দিয়ে নানা অভিযোগ উঠেছিল। বিষয়টিতে স্বচ্ছতা আনার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা মন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!