এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আমপান রেশন দুর্নীতি – একুশের লক্ষ্যে মানুষের মন বুঝতে চুপিসারে ময়দানে টীম পিকে

করোনা আমপান রেশন দুর্নীতি – একুশের লক্ষ্যে মানুষের মন বুঝতে চুপিসারে ময়দানে টীম পিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিকে সামনে রেখেই রাজ্য সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে এই করোনা ভাইরাস এবং ভয়াবহ দূর্যোগ আমপান প্রধান ইস্যু হতে চলেছে শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলের কাছে। শাসক দলের তরফে ইতিমধ্যেই বিরোধীদের বক্তব্য খণ্ডন করে দলের সমস্ত নেতা-নেত্রীকে ময়দানে নামার নির্দেশ দেওয়া হয়েছে। আর নেতারা যখন বিজেপির বিরুদ্ধে ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই বসে নেই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক রননীতিকার প্রশান্ত কিশোরের টিম।

সূত্রের খবর, করোনা পরিস্থিতির মধ্যে নদীয়া জেলায় রেশনে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে করোনা, আমপান বিভিন্ন বিষয়ে খুটিনাটি নজর রাখছে এই টিম। মূলত দুর্দিনে কোন কোন বিধায়ক সক্রিয় ছিলেন, কারা নিষ্ক্রিয় ছিলেন, কারা মানুষের পাশে সবথেকে বেশি দাঁড়িয়েছেন, তাদের তালিকা তৈরি করছে এই টিমের সদস্যরা। অর্থাৎ এই তালিকার ভিত্তিতে তৃণমূল নেতৃত্বের কাছে জেলার নেতা-নেত্রীদের পারফরমেন্স রিপোর্ট জমা পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তার ভিত্তিতেই আগামী দিনে বিধানসভা ভোটে সেই সমস্ত নেতা-নেত্রীদের বাছাই করা হবে যারা মানুষের পাশে থেকেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভয়াবহ দূর্যোগ দাপট চালানোর পরেই বিভিন্ন জায়গায় বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে, ত্রাণ নিয়ে দুর্নীতি করছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করেছে বিরোধীরা। যার ফলে তৃণমূলের ভাবমূর্তি রাজ্যের বিভিন্ন জেলায় কিছুটা হলেও খারাপ হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি দলের ভিডিও কনফারেন্সের বৈঠকে ত্রান বিলির ক্ষেত্রে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার গোটা নদীয়া জেলা জুড়ে তৃণমূলের জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতা-নেত্রীরা কি রকম কাজ করছেন কাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তা নিয়ে গোপনে সমীক্ষা চালাতে শুরু করল প্রশান্ত কিশোরের টিম। যার ফলে অনেক তৃণমূল নেতাদের হিমশিম খাবার জোগাড় বলে আশঙ্কা করছেন একাংশ।

কেননা প্রশান্ত কিশোরের টিমের এই গোপন সমীক্ষায় যদি কোনো নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, তাহলে রাজ্য নেতৃত্বের তরফ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সেদিক থেকে পদ বাঁচাতে এখন সকলেই স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করার চেষ্টা করছেন। এদিন এই প্রসঙ্গে কৃষ্ণনগর এবং রানাঘাটের দুই তৃণমূল নেতা বলেন, “ওদের টিম নানাভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এটা দলের বিষয়। এর বাইরে কিছু বলা যাবে না।” কিন্তু কিভাবে কাজ করা হচ্ছে?

এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক প্রশান্ত কিশোরের টিমের এক সদস্য বলেন, “বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। কয়েকটি বিশেষ নজর রাখা হচ্ছে। পঞ্চায়েত প্রধান থেকে বিধায়ক স্ক্যানারে রয়েছেন। রেশন নিয়ে কোথাও কোনো অভিযোগ রয়েছে কিনা, সব কিছুই খেয়াল রাখা হচ্ছে। পাশাপাশি প্রত্যেক বিধানসভার বিধায়কের ভাবমূর্তি, কোন বিরোধী দলনেতা জনপ্রিয়, সংখ্যালঘু ভোট কত, ভোট কি কি ইস্যু নিয়ে হবে, এরকম সব তথ্য জোগাড়ে নামা হয়েছে।”

অর্থাৎ এক কথায় বর্তমান পরিস্থিতিতে নদীয়া জেলায় প্রশান্ত কিশোরের টিম এরকম ভাবে সমীক্ষা করে আগামীদিনে বিধানসভা নির্বাচনে কোন এলাকায় কি অবস্থা রয়েছে, তা বুঝে নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট দিতে চাইছেন। আর সেই রিপোর্টের ভিত্তিতেই তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে নানা পদক্ষেপ গ্রহণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন প্রশান্ত কিশোরের টিমের পক্ষ থেকে এই সমীক্ষার অভ্যন্তরীণ রিপোর্টে কি উঠে আসে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!