এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনাকে প্রতিহত করতে এবার ডাক্তারদের নজরে প্লাজমা থেরাপি? কাজ হচ্ছে কি? জেনে নিন !

করোনাকে প্রতিহত করতে এবার ডাক্তারদের নজরে প্লাজমা থেরাপি? কাজ হচ্ছে কি? জেনে নিন !

ছোট্ট একটি ভাইরাস। নাম তার করোনা। আর সেই করোনাকে বাগে আনতে প্রশাসন থেকে শুরু করে বিশেষজ্ঞরা নানা চেষ্টা করলেও তা কিছুতেই শান্ত হচ্ছে না। ইতিমধ্যেই গোটা ভারতবর্ষে করোনায় আক্রান্তের সংখ্যা 17 হাজার ছাড়িয়ে গিয়েছে। আর করোনা কমে যাওয়ার যখন কোনো লক্ষণ নেই, ঠিক তখনই দেখা গেল আশার আলো। সূত্রের খবর, এবার প্লাজমা থেরাপিতে সুস্থ হয়ে উঠলেন এক করোনা আক্রান্ত।

প্রসঙ্গত, গত 4 এপ্রিল এই রোগীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার পরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 8 এপ্রিল তাকে রাখা হয় ভেন্টিলেটরে। কিন্তু কোনভাবেই তার অবস্থার উন্নতি না হওয়ায়, সেই রোগীর পরিবারের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়, যাতে তার প্লাজমা থেরাপি করা হয়। আর সেই মতই গত সপ্তাহে দিল্লিতে ম্যাক্স হাসপাতালের একটি ব্রাঞ্চে ওই রোগীর ওপর প্লাজমা থেরাপি করা হলে ব্যাপক সাফল্য পাওয়া যায়। গোটা দেশজুড়ে তৈরি হয় খুশির পরিবেশ। তাহলে কি করোনাকে প্রতিহত করবার জন্য একমাত্র উপায় প্লাজমা থেরাপি?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে ম্যাক্স গ্রুপের মেডিকেল ডিরেক্টর ডক্টর সন্দীপ বুধিরাজা বলেন, “প্লাজমা থেরাপি ম্যাজিকের মত কাজ নাও করতে পারে। প্লাজমা থেরাপিতে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। এর সঙ্গে অন্যান্য চিকিৎসাও চলে। যেমন অন্য রোগীদের ক্ষেত্রে চলছে।” বিশেষজ্ঞরা বলছেন, এতদিন করোনাকে বাগে আনতে কোনো ফর্মুলাই কাজে দিচ্ছিল না। কিন্তু দিল্লির হাসপাতালে এক রোগীর উপর প্লাজমা থেরাপি করার সাথে সাথেই তিনি যেভাবে সুস্থ হয়ে উঠলেন, তাতে এই পদ্ধতির ওপরেই এখন ভরসা রাখতে শুরু করেছেন সকলে। এখন এই প্লাজমা থেরাপিকে অবলম্বন করে করোনা ভাইরাস আটকাতে বিশেষজ্ঞদের পদক্ষেপ কতটা কার্যকরী হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!