এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > কোরোনা পরিস্থিতিতে কাউন্সিলরদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কোরোনা পরিস্থিতিতে কাউন্সিলরদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক অংশে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন অনেক নেতাই। প্রায় প্রত্যেকেরই অভিযোগ ছিল দলে থেকে তাঁরা কাজ করতে পারছেন না। নির্বাচনের মধ্যেই হুড়মুড়িয়ে এসে পরে করোনা পরিস্থিতি। অত্যন্ত আশঙ্কাজনক এই মুহূর্তে বাংলায়। রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন। সাধারণ মানুষের পাশে এইসময় জনপ্রতিনিধিদের থাকা অত্যন্ত প্রয়োজন বলে মনে করা হচ্ছে। কিন্তু ঠিক এই সময় হলদিয়াতে দেখা যাচ্ছে অন্য ছবি। সূত্রের খবর, হলদিয়া পুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে।

কিন্তু স্থানীয়রা ক্রমাগত অভিযোগ জানাচ্ছেন, এই সময় সেইসব জনপ্রতিনিধি যারা তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন মানুষের জন্য কাজ করতে পারছিলেন না বলে, তাঁদেরকে আর মানুষের পাশে পাওয়া যাচ্ছেনা। সিংহভাগ ওয়ার্ডের কাউন্সিলররা নিজেদের এলাকা পরিদর্শন করছেন না বলে অভিযোগ উঠেছে। এমনকি সাধারণ মানুষ করোনা বিধি মেনে চলছে কিনা সঠিকভাবে সেদিকেও নজর নেই কারোর। হলদিয়া পুর এলাকায় সাধারণ মানুষের চলাফেরায় কোনো বাধা নেই। ফলস্বরূপ বেলাগাম হারে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই সময় মানুষের পাশে থেকে যে ভূমিকা নেওয়ার কথা ছিল জনপ্রতিনিধিদের, তা কিন্তু একেবারেই দেখা যাচ্ছেনা বলে জানাচ্ছেন  স্থানীয় বাসিন্দারা।

বিশেষ করে যেসব জনপ্রতিনিধিরা বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুলের হাত ছেড়ে পদ্মফুলে যোগদান করেছিলেন তাঁরাও বর্তমান সময়ে পুরোপুরি অদৃশ্য বলে অভিযোগ উঠেছে। যেমন সদ্য বিজেপিতে যোগ দেওয়া 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন পুরপ্রধান শ্যামল কুমার আদক, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয়া মাইতি এবং এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যব্রত দাসকে করোনা পরিস্থিতিতে জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের পাশে একদমই পাওয়া যাচ্ছেনা বলে সূত্রের খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী জানা যাচ্ছে, যদি কোন পরিবারের কেউ করোনা আক্রান্ত হচ্ছেন তাহলে সেই পরিবারের পাশে কাউন্সিলরদের একাংশকে পাওয়া যাচ্ছেনা। হলদিয়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক পন্ডা তাঁকেও এলাকায় দেখা যাচ্ছেনা বলে বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন। অবশ্য পাশাপাশি অন্য ছবিও রয়েছে বলে খবর। হলদিয়া পুরসভার তৃণমূল প্রার্থী স্বপন নস্কর তিন নম্বর ওয়ার্ডের এলাকার যুবকদের নিয়ে একটি দল গঠন করেছেন এবং করোনা পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করছেন।

কাউন্সিলরদের সম্পর্কে এলাকার মানুষদের অভিযোগ নিয়ে পুরপ্রধান সুধাংশু মন্ডল জানিয়েছেন, তিনজন বিজেপি কাউন্সিলর এলাকায় নেই বলেই খবর পাওয়া যাচ্ছে। সবমিলিয়ে করোনা পরিস্থিতিতে হলদিয়ার মানুষের ক্ষোভ কিন্তু ক্রমাগত বাড়ছে, আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে। একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু হলদিয়ায় জয়লাভ করেছেন গেরুয়া শিবির থেকে তাপসী মন্ডল। এই পরিস্থিতিতে এলাকার বিধায়ক কি পদক্ষেপ গ্রহণ করেন, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!