এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা পরিস্থিতিতে পরীক্ষায় পাশ কি পড়ুয়াদের মান ফেলে দিল চাকরীর ক্ষেত্রে? বাড়ছে বিতর্ক

করোনা পরিস্থিতিতে পরীক্ষায় পাশ কি পড়ুয়াদের মান ফেলে দিল চাকরীর ক্ষেত্রে? বাড়ছে বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছরের শুরু থেকে দেশজুড়ে করোনার মারাত্মক প্রভাব দেখা গিয়েছিল। সেই সূত্রে বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত স্কুল-কলেজ। কার্যত জীবনের বড় বড় পরীক্ষাগুলির ফলাফল দেওয়া হয় মূল্যায়নের ভিত্তিতে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েই এবং তারা যে এই প্রশ্ন যে একেবারেই অমূলক নয়, তা বোঝা গেল সম্প্রতি চাকরির বিজ্ঞাপনে। সম্প্রতি ব্যাংকে চাকরির জন্য যোগ্য প্রার্থী চাওয়া হয়েছে।

কিন্তু তার সাথেই যোগ করে দেওয়া হয়েছে 2021 সালে যারা গ্রাজুয়েট হয়েছে, সেইসব প্রার্থীরা যেন এই পদের জন্য আবেদন না করে। স্বাভাবিকভাবেই এর পরেই শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। কেন 2021 এ যারা পাস করেছে তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবে না তা নিয়ে ওঠে বড়োসড়ো প্রশ্ন। মুহূর্তের মধ্যে এই চাকরীর বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়ে দিকে দিকে। কার্যত দেখা যায়, এই বিজ্ঞাপন দিয়েছে এইচডিএফসি ব্যাংকের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শাখা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজ্ঞাপন প্রকাশের সাথে সাথে শুরু হয় তীব্র বিতর্ক। করোনার কারণে দেড় বছর ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনলাইনে পড়াশোনা চলছে, পরীক্ষাও চলছে অনলাইনে। আবার অনেক পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। এই অবস্থায় শুধুমাত্র মূল্যায়নের ওপর নির্ভর করে ছাত্র-ছাত্রীরা নাম্বার পাচ্ছে। একইসাথে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সমস্ত অভিভাবকেরা। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে এরকম একটি চাকরির বিজ্ঞাপন কার্যত উদ্বেগ চতুর্গুণ বাড়িয়ে তুলেছে, তা নিঃসন্দেহে বলা যায়।

অন্যদিকে বিজ্ঞাপনটি ভাইরাল হওয়ার পর টনক নড়ে এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষের। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, বিজ্ঞাপনটিতে টাইপিং এর ভুলের জন্য এ ধরনের ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছে। ব্যাংকের তরফ থেকে নতুন করে আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে ভুল স্বীকার করলেও ব্যাংক কর্তৃপক্ষের প্রথম দফার বিজ্ঞাপনটি আগামী দিনের শিক্ষাব্যবস্থার ছবিটি স্পষ্ট করে দিল বলে মনে করা হচ্ছে। চাকরী পাওয়ার বিষয়টিও যে অনেক বেশী কঠিন হয়ে উঠবে তাও এককথায় বলে দেওয়া যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!