এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা পরিস্থিতি সামলাতে নবান্নের নতুন নির্দেশ, তাতে কি উদ্বিগ্নতা কাটছে?

করোনা পরিস্থিতি সামলাতে নবান্নের নতুন নির্দেশ, তাতে কি উদ্বিগ্নতা কাটছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত সময় যাচ্ছে, দেশজুড়ে করোনা ততই মারাত্মক হারে বেড়ে চলেছে। করোনার নিরিখে ভারত ইতিমধ্যেই বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। রাজ্যের অবস্থাও তথৈবচ। নিত্যদিন করোনা সংক্রমণ নতুন রেকর্ড তৈরি করে চলেছে। এই অবস্থায় সারাদেশে চিকিৎসকদের চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের অভাব। বিভিন্ন রাজ্যে অক্সিজেন নেই বলে চরম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। মানুষ মারা যাচ্ছে অক্সিজেন নেই বলে। এরাজ্যেও অক্সিজেন সমস্যা যে নেই, তা নয়। কিন্তু নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে, করোনা পজিটিভ রিপোর্ট থাকলেই অক্সিজেন পাওয়া যাবে।

তার জন্য চিকিৎসকদের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। এর আগেও একাধিক জায়গায় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে। সারা দেশের সাথে সাথে বাংলার অবস্থাও যথেষ্ট কঠিন, তাই নবান্ন থেকে সোজাসুজি ঘোষণা করা হলো এবার থেকে করোনা পজিটিভ রিপোর্ট থাকলেই অক্সিজেন পেয়ে যাবেন রোগীরা। নতুন করে তাঁদের আর ডাক্তারের প্রেসক্রিপশনের জন্য অপেক্ষা করতে হবেনা। সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যে অনেক করোনা রোগীর বাড়িতে থেকে চিকিৎসা চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমদিকে তাঁরা ভালো থাকলেও পরে অক্সিজেনের চাহিদা তৈরি হচ্ছে। এদিকে হাসপাতলে বেড পাওয়া যাচ্ছেনা কারণ সেখানে রয়েছে অতি আশঙ্কাজনক রোগীরা। আর এই পরিস্থিতিতে যাতে আর অন্য কোনো রকম সংকটজনক পরিস্থিতি তৈরি না হয়, তার জন্যই নবান্ন থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে আগামী 26 এপ্রিল রাজ্যজুড়ে সপ্তম দফা বিধানসভা নির্বাচন। সপ্তম দফার ভোটে যাতে কোথাও করোনা বিধি লংঘন না হয়, তার জন্য কড়া নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছে।

নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের তরফ থেকে দু’দফার নির্বাচন একদফায় করে নেওয়ার আবেদন করা হয়েছিল করোনা পরিস্থিতি মাথায় রেখে। যদিও নির্বাচন কমিশন তৃণমূল শিবিরের সেই আবেদন গ্রাহ্য করেনি। এই অবস্থায় রাজ্যের করোনা পরিস্থিতি আরও মারাত্মক হয়ে ওঠার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য নবান্নের তরফ থেকে অক্সিজেন নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!