এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা পরিস্থিতেও খুশির খবর এই কর্মীদের জন্য! এবার পুজোয় মিলতে চলেছে ২০% বোনাস, জেনে নিন

করোনা পরিস্থিতেও খুশির খবর এই কর্মীদের জন্য! এবার পুজোয় মিলতে চলেছে ২০% বোনাস, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাম্প্রতিক রাজ্য ও দেশের করোনা পরিস্থিতি মধ্যেও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য বিশেষ সুখবর। গত বছরের তুলনায় এ বছর চা শ্রমিকদের দুর্গাপুজোর বোনাস দেড় শতাংশ বৃদ্ধি পেল। গতবছর চা শ্রমিকেরা ১৮.০৫ শতাংশ পুজো বোনাস পেয়েছিলেন, এবার তারা ২০ শতাংশ বোনাস পেতে চলেছেন। এই খবরে উচ্চসিত উত্তরবঙ্গের চা বাগানে কর্মরত তিন লক্ষাধিক শ্রমিক।

প্রসঙ্গত গত বছর যা শ্রমিকের ১৮.৫ শতাংশ পূজা বোনাস পেয়েছিলেন। গতবছর পুজো বোনাসের বিষয়ে চা বাগান মালিকদের সম্মিলিত সর্বোচ্চ সংগঠন কনসালটেটিভ কমিটি ফর প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশন বা সিসিপিএর সঙ্গে দশটি বৈঠক বসে ছিল চা বাগান শ্রমিক সংগঠনের। গতবছর এবিষয়ে দুই পক্ষের মধ্যে চলা দশটি বৈঠকের পর সিসিপিএ চা শ্রমিকদের ১৮.০৫ শতাংশ পুজো বোনাস দেবার সিদ্ধান্ত নিয়েছিল।

সম্প্রতি গত ১৫ সেপ্টেম্বর এবছরের দুর্গাপুজোর বোনাস বিষয়ে সিসিপিএর সঙ্গে চা শ্রমিক সংগঠনের প্রথম ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল। দুপক্ষের এই ভার্চুয়াল বৈঠকে চা শ্রমিক সংগঠনগুলি এবছরে চা শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস এর দাবি জানিয়েছিল। তবে, প্রথম বৈঠকে বাগান মালিকদের সন্মিলিত সংগঠন তাদের দাবি মেনে নেয় নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, গতকাল শুক্রবার এ বিষয়ে দ্বিতীয় দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয় সিসিপিএ এবং শ্রমিক সংগঠনগুলোর মধ্যে। দ্বিতীয় এই বৈঠকে সিসিপিএ চা শ্রমিকদের জন্য ২০ শতাংশ পুজোর বোনাসের দাবি মেনে নিয়েছে বলে জানানো হয়েছে।

এরফলে এবারে উত্তরবঙ্গের দার্জিলিং এর সমতল অঞ্চল, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ১৬৭ টি স্বীকৃত চা বাগানে কর্মরত প্রায় ৩ লক্ষ ২৫ হাজার শ্রমিক বর্ধিত এই ২০ শতাংশ পুজোর বোনাস পেতে চলেছেন। গতকালের দ্বিতীয় বৈঠক উত্তরবঙ্গ থেকে ৩৬ টি চা শ্রমিক সংগঠনের নেতারা কলকাতায় সিসিপিএর সঙ্গে বৈঠকে যোগদান করেছিলেন। চা শ্রমিকদের দুর্গাপুজোর বোনাস বৃদ্ধির এই ঘটনায় বিশেষভাবে উচ্চসিত শ্রমিক মহল।

চা শ্রমিকদের এবছরের দুর্গাপুজোর বোনাস বৃদ্ধি প্রসঙ্গে ইন্ডিয়ান টি প্লান্টেশন অ্যাসোসিয়েশনের ডুয়ার্স ব্রাঞ্চের সম্পাদক রামঅবতার শর্মা জানিয়েছেন, ” এবছর আমরা চা শ্রমিকদের বোনাস ২০ শতাংশই দিচ্ছি। কোভিডের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” অন্যদিকে চা শ্রমিকদের বোনাস বৃদ্ধি সম্পর্কে চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের রাজ্য সভাপতি মোহন শর্মার বক্তব্য, ” এবার চায়ের বাজার ভালো। কোভিড পরিস্থিতিতেও চা মালিকরা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ায় আমরা খুশি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!