এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “ভুল করে” করোনা পজিটিভ রোগীকে ছেড়ে দিল বাঙ্গুর! ভুল ভাঙতেই আতঙ্ক বাড়িয়ে মৃত সেই রোগী!

“ভুল করে” করোনা পজিটিভ রোগীকে ছেড়ে দিল বাঙ্গুর! ভুল ভাঙতেই আতঙ্ক বাড়িয়ে মৃত সেই রোগী!

করোনা মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অভিযোগ করতে শুরু করেছে বিরোধীরা। আর বিরোধীদের অভিযোগেই সীলমোহর দিয়ে বড় ভুলের অভিযোগ উঠল এক হাসপাতালের বিরুদ্ধে। সূত্রের খবরহ করোনা পজিটিভ রোগীকে নেগেটিভ বলে ছেড়ে দেওয়ার পর প্রায় চব্বিশ ঘণ্টা বাদে হুশ ফিরল হাসপাতাল কর্তৃপক্ষের। প্রথমদিকে তাকে ছেড়ে দেওয়া হলেও পরবর্তীতে তিনি মারা যাওয়ায় এখন তীব্র আতঙ্ক তৈরি হয়েছে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের।

প্রসঙ্গত, গত 18 এপ্রিল থেকে সর্দি-কাশি-জ্বর শুরু হয় আমহার্ট স্ট্রিট থানার এক বৃদ্ধের। আর এরপরই গত 22 এপ্রিল তাকে এক বেসরকারি হাসপাতালের ফিভার ক্লিনিকে নিয়ে যাওয়া হলে, সেখানে থেকে জানিয়ে দেওয়া হয় যে, বেলেঘাটা আইডি বা বাঙ্গু্র হাসপাতালে দেখিয়ে নিন‌। আর এরপরই সেই বৃদ্ধের ছেলে তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সেই বৃদ্ধকে ভর্তি করে নেওয়া হয়।

এদিকে বাঙ্গুর হাসপাতালে সেই বৃদ্ধকে ভর্তি করার পর গত 25 এপ্রিল স্বাস্থ্য ভবনের তরফ তার ছেলের কাছে একটি ফোন আসে। যেখানে জানানো হয় যে, তার বাবার লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং করোনা পজিটিভ করা হয়েছে। পরের দিন 26 এপ্রিল ফের স্বাস্থ্য দপ্তর থেকে ফোন করে সেই বৃদ্ধের পরিবারকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে বিকেলের মধ্যেই বদলে যায় হাসপাতাল কর্তৃপক্ষের মতামত।

বৃদ্ধের ছেলের অভিযোগ, 26 এপ্রিল বিকেল বেলা আবার হাসপাতাল থেকে ফোন করা হয়। যেখানে বলা হয় যে, বাবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাই বাবাকে ছেড়ে দেওয়ার কথা বলা হলে, আমরা রাতেই তাকে নিয়ে আসি। আর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সেই বৃদ্ধ ব্যক্তির করোনা নেগেটিভ বলে জানানোয় তার পরিবারের সদস্যরা একসাথে থাকতে শুরু করেন। যার মধ্যে ছিলেন তার ছেলে, পুত্রবধূ, 63 বছরের স্ত্রী, সাত মাসের নাতি এবং ছয় বছরের নাতনি।

কিন্তু 27 এপ্রিল ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সেই বৃদ্ধের ছেলের কাছে ফোন করে জানতে চাওয়া হয় যে, তারা সকলে কোয়ারেন্টাইনে রয়েছেন কি না! আর তখনই সেই বৃদ্ধের ছেলে স্বাস্থ্য দপ্তরকে জানায় যে, তার বাবার করোনা নেগেটিভ আসায় ছেড়ে দেওয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়, ভুল করে বাঙ্গুর হাসপাতাল ছেড়ে দিয়েছে। তবে এই বৃদ্ধের রিপোর্ট করোনা পজেটিভ। আর তা শুনে রীতিমতো অবাক হয়ে যান সেই বৃদ্ধের ছেলে। সোমবার রাতে স্বাস্থ্য ভবন থেকে তার বাড়িতে এম্বুলেন্স পাঠিয়ে সেই বৃদ্ধকে ফের বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এদিকে সেই বৃদ্ধের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে রাত সাড়ে এগারোটার সময় জানানো হয়। আর পরের দিন সকালে তার পরিবারকে জানিয়ে দেওয়া হয় যে, তিনি মারা গেছেন। আর এই ঘটনাতেই এখন তৈরি হয়েছে চাঞ্চল্য। বৃদ্ধের পরিবারের প্রশ্ন, বাঙ্গুর হাসপাতাল কেন তাহলে আগেভাগে করোনা পজিটিভ থাকা সত্ত্বেও, সেই বৃদ্ধকে ছেড়ে দিল! এক রাতের মধ্যে তিনি তো পরিবারের সকলের সংস্পর্শে এসেছেন। তাহলে বাকিদের এখন কি হবে! হাসপাতালের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে এখন রীতিমত সরব হয়েছেন সকলেই।

এভাবেই যদি প্রত্যেকটা জায়গায় চলতে থাকে, তাহলে করোনা কমা তো দূর অস্ত, বরঞ্চ দিনকে দিন তা চূড়ান্ত আকার ধারণ করবে বলেই মনে করছেন সকলে। এদিন এই প্রসঙ্গে মৃত বৃদ্ধের ছেলে বলেন, “বাবা করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালের ভুলে গোটা দিন আমাদের সঙ্গে কাটালেন। এবার জানিনা আমাদের কি হবে!” কিন্তু কেন হাসপাতালে ধরনের ভুল করল?

এদিন এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, “এমআর বাঙ্গুরে এরকম একটা ঘটনার কথা শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি। সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে। গোটা বিষয় না জেনে এখনই কিছু বলতে পারব না।” তবে যে যাই বলুন না কেন, বাঙ্গুর হাসপাতালের এই দায়িত্বজ্ঞানহীন কান্ড এখন রীতিমত একটি গোটা পরিবার এবং অনেকের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত সকলেই। এখন মৃত বৃদ্ধ এক রাত তাঁর পরিবারের সঙ্গে করোনা পজিটিভ নিয়ে কাটানোয় পরিবারের কি রিপোর্ট আসে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!