এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা প্রতিষেধক নিয়ে রাজ্যের বিরুদ্ধে বড়সড় অভিযোগ বিজেপি হেভিওয়েটের

করোনা প্রতিষেধক নিয়ে রাজ্যের বিরুদ্ধে বড়সড় অভিযোগ বিজেপি হেভিওয়েটের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার জেরে এই মুহূর্তে মারাত্মক সংকটময় পরিস্থিতি। দেশের বিভিন্ন রাজ্যে কমবেশি করোনার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য করোনার অতিরিক্ত সংক্রমণকে টেনে ধরতে শুরু করে দিয়েছে লকডাউন। তবে করোনার দ্বিতীয় ঢেউকে সামাল দিতে রীতিমতো নাজেহাল বর্তমানে কেন্দ্রীয় সরকার। আর সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা। এবারের করোনা পরিস্থিতিতে সবথেকে বেশি প্রকট হয়েছে প্রতিষেধকের অভাব। ইতিমধ্যেই অন্যান্য রাজ্যের মতোই পশ্চিমবঙ্গ থেকেও কেন্দ্রের কাছে প্রতিষেধকের দাবি জানানো হয়েছিল।

রাজ্যে অবশ্য এরপর প্রতিষেধক ঢোকা শুরু করেছে। কিন্তু সেই প্রতিষেধক নিয়ে এবার বড়সড় অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইটারে লিখেছেন, এই রাজ্যে করোনার টিকা বণ্টনে যথেষ্ট গরমিল হচ্ছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছেও অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। পাশাপাশি শুভেন্দুর অভিযোগ, সাধারণ মানুষ যে টিকা পাবে তাই নিয়েই রাজ্য সরকার দুর্নীতি চালাচ্ছে। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর কাছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট দাবি করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের করোনা পরিস্থিতি আগের তুলনায় যথেষ্ট ভালো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর কথাকে মান্যতা দিয়ে দেখা যাচ্ছে, এ রাজ্যের সংক্রমণ কিন্তু নিম্নমুখী। পাশাপাশি জানা যাচ্ছে, ইতিমধ্যেই 1 কোটি 41 লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে রাজ্যবাসীর মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি 18 লক্ষ ডোজ টিকা কিনেছেন মে মাসে। জুন মাসেও তিনি 22 লক্ষ ডোজ টিকা কিনেছেন বলে জানিয়েছেন। অন্যদিকে ভ্যাকসিন নিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে নতুন করে রাজ্যে তৃণমূল বিজেপির ব্যাপক সংঘাত লাগলো বলে মনে করছে রাজনৈতিক মহলের অনেকেই। তবে শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তবে প্রতিষেধক দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এ রাজ্যে। বর্তমানে বিভিন্ন জায়গায় ক্ষুদ্র দোকানদার এবং পরিবহণের সঙ্গে যুক্ত যারা তাঁদেরকে টিকা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিষেধকের হাত ধরেই করোনা পরিস্থিতি সামাল দেওয়া যাবে। তবে রাজ্য সরকারের প্রতি শুভেন্দু অধিকারী যে অভিযোগ নিয়ে এসেছে প্রতিষেধক সংক্রান্ত তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে নতুন কোন নাটকীয়তা নাটকীয় মোড় সামনে আসে সেদিকে লক্ষ্য সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!