এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা রুগী ভর্তিতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ, কতটা কার্যকরী হবে তা নিয়ে থাকছে প্রশ্ন

করোনা রুগী ভর্তিতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ, কতটা কার্যকরী হবে তা নিয়ে থাকছে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে যেভাবে করোনার বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে, তাতে আতংকিত সাধারণ মানুষ। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে হসপিটালে বেড পাওয়া যাচ্ছেনা, অক্সিজেন পাওয়া যাচ্ছেনা, প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছেনা। ফলস্বরূপ করোনার জেরে মৃত্যুতে প্রায় প্রতিদিন রেকর্ড তৈরী হচ্ছে এ রাজ্যে। তবে পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার এবার ঘোষণা করেছে, ইতিমধ্যেই হাসপাতালে করোনার বেড বাড়ানোর কথা। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছেনা। তাই এবার অন্যরকম পরিষেবা এনেছে রাজ্য সরকার।

যেভাবে রাজ্যে প্রায় প্রতিদিনই করোনা সংক্রামিতর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, তাতে এবার অনলাইনের হাসপাতালে করোনা রুগীদের জন্য বেড খালি আছে কিনা দেখে নিয়ে আবেদন করা যেতে পারে অনলাইনেই। এই নতুন পরিষেবা দিতে নতুন একটি পোর্টাল চালু হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। নতুন এই পরিষেবাটির নাম দেওয়া হয়েছে ওয়েস্টবেঙ্গল ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম। নতুন এই পোর্টালে প্রতিটি জেলার সরকারি এবং বেসরকারি যে কোন হাসপাতালে রোগীদের জন্য কত সংখ্যক সাধারণ, আইসিইউ এবং অন্যান্য বেড খালি আছে তার সঠিক তথ্য পাওয়া যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এতদিন পর্যন্ত অভিযোগ উঠছিল, সরকারি ওয়েবসাইটে বেড খালি আছে দেখার পর হাসপাতালে গিয়েও বেড পাওয়া যায়নি। বিপদে পড়তে করোনা রুগীকে। সেক্ষেত্রে বলা হচ্ছে, প্রতিনিয়ত নতুন রোগী আসছে এবং বেড ভর্তি হয়ে যাচ্ছে। নতুন পোর্টালে যাতে এ ধরনের কোনো সমস্যা না হয়, তাই প্রতিনিয়ত সঠিক তথ্য আপডেট হচ্ছে কিনা তা দেখার জন্য সরকারের পক্ষ থেকে এডিএম পদমর্যাদার একজন অফিসারকে প্রতিটি জেলায় নিয়োগ করার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোন হাসপাতালে বেড খালি থাকে তবেই অনলাইনে রোগী ভর্তির আবেদন করা যাবে।

একই সাথে বেড আছে না নেই হাসপাতালে সেই তথ্য যাতে দ্রুততার সাথে পোর্টালে আপডেট করা যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। খুব স্বাভাবিকভাবেই এই উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে। রাজ্যের করোনা পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি হতে না পেরে অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন সরকারের বিরুদ্ধে। এই অবস্থায় রাজ্য সরকার যে নতুন ব্যবস্থা গ্রহণ করল অনলাইন হসপিটালে ভর্তি নিয়ে, তা যথেষ্ট কার্যকরী হবে বলেই মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই পোর্টালের নিয়মিত দেখভাল না হয়, তাহলে কিন্তু কোভিড আক্রান্ত মানুষের সুবিধার বদলে অসুবিধা বহুগুণে বেড়ে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!