এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা রুখতে কড়া লকডাউনের পথে রাজ্য! গরীবের সুরাহার জন্য আজ মন্ত্রীসভার বিশেষ বৈঠক মমতার

করোনা রুখতে কড়া লকডাউনের পথে রাজ্য! গরীবের সুরাহার জন্য আজ মন্ত্রীসভার বিশেষ বৈঠক মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক বছর আগে করোনা ভাইরাসের তিক্ত স্মৃতি আবার ফিরে এসেছে।  বছর খানেক আগে যখন করোনাভাইরাস প্রথম ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং বাংলাতে আছড়ে পড়েছিল, তখন বাধ্য হয়ে লকডাউনের রাস্তা বেছে নিয়েছিল পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ। রুজিরুটি হারিয়েছিলেন বহু মানুষ। দিনযাপন, অর্থনীতি ইত্যাদি কার্যত প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। তবে দুর্দিনের সেই ভয়াবহ এবং তিক্ত স্মৃতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ। কিন্তু মাঝে আবার করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রবেশ করেছে। যার জেরে আবার ছন্দপতন।

আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা যখন ক্রমাগতভাবে বাড়ছে, লকডাউন হবে না মনে করা হলেও, বেশ কিছু বিধিনিষেধ জারি করে কড়া রাস্তায় হাঁটতে হয়েছে বিভিন্ন রাজ্যকে। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। আর দোকানপাট খোলার সংকীর্ণ সময় লাগু করা থেকে শুরু করে বাইরে বেরোনো বন্ধ করার নিয়ম লাগু হতেই আশঙ্কা গ্রাস করেছে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষদের মধ্যে। আবার এক বছর আগেকার স্মৃতি মাথাচাড়া দিতে শুরু করেছে সকলের মনে।

কিভাবে তারা সংসার চালাবেন, এখন সেটাই প্রধান প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এই পরিস্থিতিতে গরিব মানুষ যাতে ঘরবন্দি হয়ে কোনোভাবেই বিপদে না পড়েন, তার জন্য চিন্তাভাবনা শুরু করেছে সরকার। এমতাবস্থায় আজ রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে দিন আনা দিন খাওয়া মানুষ এবং গরীব মানুষদের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।

সূত্রের খবর, আজ সোমবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। যেখানে নবান্ন সভাগৃহে গুরুত্বপূর্ণ 12 টি দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন বলে খবর। তবে বাকি মন্ত্রীরা ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়াও প্রশাসনিক বেশ কিছু কর্তা ব্যক্তিরা এই বৈঠকে থাকতে পারেন। বলা বাহুল্য, গত শনিবার করোনা ভাইরাস ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ার কারণে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত লকডাউন করা হয়েছে বলেই দাবি করছেন সকলে। দোকান-বাজার সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই সামান্য সময় বাজার খোলা রেখে কতটা লাভ হবে দিন আনা দিন খাওয়া মানুষদের! তা কার্যত চিন্তার বিষয়। আর এই পরিস্থিতিতে সরকার যাতে গরিব-দুঃখী মানুষদের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে, তার জন্য প্রতি মুহূর্তে আবেদন করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে আজ মন্ত্রিসভার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, করোনা ভাইরাস বৃদ্ধি পেলেও এবার যাতে নকডাউন না করা হয়, তার জন্য প্রথম থেকে চেষ্টা করেছিলেন সকলে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন, লকডাউন করলে গরিব মানুষদের ক্ষতি হবে। অর্থাৎ তার পক্ষ থেকে এই ধরনের বার্তা সামনে আসায় ছোট থেকে শুরু করে মাঝারি ব্যবসায়ী, এমনকি গরীব মানুষেরা অনেকটাই নিশ্চিন্ত হয়েছিলেন। তবে এতকিছুর পরেও ভাইরাস যখন বাড়ছে, তখন সরকারের কাছে বিধি-নিষেধ জারি করে লকডাউনের মত পরিস্থিতি না করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

তবে এই অবস্থায় অর্থনীতি এবং গরীব মানুষেরা কার্যত সংকটের মুখে পড়ে গিয়েছে। তাই সেদিক থেকে গরীব দুঃখী মানুষদের বাঁচাতে আজকের মন্ত্রিসভার বৈঠক বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে দিনের শেষে মন্ত্রিসভার বৈঠক থেকে করোনা পরিস্থিতি, লকডাউন এবং গরীব মানুষকে বাঁচাতে সরকার কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!