এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা রুখতে পূর্ন লকডাউন জারির সিদ্ধান্ত এই রাজ্যের

করোনা রুখতে পূর্ন লকডাউন জারির সিদ্ধান্ত এই রাজ্যের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের একাধিক রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে করোনার সংক্রমণ, যার মধ্যে অন্যতম হল রাজস্থান। গত বছর রাজস্থানে তীব্রভাবে করোনা সংক্রমণ দেখা দিয়েছিল, এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। গত ২৪ ঘণ্টায় ১৭,৫৩০ জন এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে ১৬১ জনের মৃত্যু ঘটেছে, গত ২৪ ঘন্টায় এই রাজ্যে। শুধুমাত্র জয়পুরে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৪০ জন গত ২৪ ঘণ্টায়। পরিস্থিতি বিচার করে এই রাজ্যে এবার পূর্ন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ১০ ই মে থেকে শুরু করে ২৪ সে মে পর্যন্ত পূর্ণ লকডাউন ঘোষণা করা হলো রাজস্থানে।

সম্প্রতি, দেশের বেশ কিছু রাজ্যে পূর্ণ লকডাউন জারি করা হয়েছে, আংশিক লকডাউন চলছে পশ্চিমবঙ্গে। এবার পূর্ণ লকডাউন জারি করা হলো রাজস্থানে। রাজস্থান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, লকডাউন জারির সময় রাজ্যের ধর্মীয় স্থান গুলি বন্ধ রাখা হবে। পরিবহন বন্ধ রাখা হবে। শুধুমাত্র স্বাস্থ্যপরিসেবার সঙ্গে যুক্ত গাড়িকে পরিবহনের অনুমতি দেয়া হবে। অন্য কোন রাজ্য থেকে কেউ রাজস্থানে প্রবেশ করলে তাঁকে ৭২ ঘন্টা আগে আরটিপিসিআর টেস্ট করিয়ে করোনা নেগেটিভ রিপোর্ট দাখিল করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজস্থান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, লকডাউন চলাকালীন বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ ভাবে বন্ধ রাখতে হবে। বিয়ে বাড়ি উপলক্ষে কোন রকম অনুষ্ঠান, ডিজে, বারাত, প্রীতিভোজের আয়োজন করা যাবে না। তবে কেউ চাইলে নিজের বাড়িতে ছোট করে বিয়ে বা আদালতে বিয়ে করতে পারবেন। কিন্তু, সেক্ষেত্রে কেবল মাত্র ১১ জন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে, কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হচ্ছে। যেমন রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার যোজনা, অন্য গ্রামীন বিকাশ যোজনাতে যে সমস্ত শ্রমিক কাজ করেন, তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বিধি মেনে কাজ করার অনুমতি দেয়া হয়েছে। মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে সকাল ৬ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত মুদিখানা, দুধের দোকান খোলা রাখা হবে। চিকিৎসা সামগ্রী, ওষুধের দোকানকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। ১০ ই মে সকাল ৫ টা থেকে শুরু করে ২৪ সে মে রাত পর্যন্ত রাজস্থানে পূর্ণ লকডাউন জারি করা হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!