এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনা সংকটকালে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে বড়োসড়ো পরিকল্পনা রাজ্য সরকারের

করোনা সংকটকালে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে বড়োসড়ো পরিকল্পনা রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে চলতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এমনকি নবম, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়াও সম্ভব হয়নি। স্কুলের আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়েছে। সম্প্রতি করোনার সংক্রমণ অনেকটা নিম্নগামী। তবে, আগামী বছর কি অবস্থা দাঁড়াবে? তা এখনই বলা সহজ নয়। কারণ করোনার তৃতীয় তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা যথেষ্ট রকম রয়েছে। এই পরিস্থিতিতে আগামী বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া আদৌ সম্ভব হবে কিনা? তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

তবে, এ বছরের মত বছর বছর যদি আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়, তবে পড়াশোনার মান যে তলানীতে পৌঁছে যাবে, সে ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই। তাই আগামী বছর যেভাবেই হোক পরীক্ষা নেওয়ার দাবি করেছেন অনেকে। এই পরিস্থিতিতে একবারে পরীক্ষা না নিয়ে দুবারে, অর্থাৎ দুটি সেমিস্টার করে পরীক্ষা নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল এই ধরনের একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে, আগামী শিক্ষাবর্ষ থেকে দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষা ২ সেমিস্টারে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে রাজ্যের শিক্ষা দপ্তর। তবে এখনো পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

তাদের সিদ্ধান্তের ওপরই মান্যতা দেয়া হবে বলে, জানানো হয়েছে। এরপর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে, আইএসসি ও সিবিএসই বোর্ডের পক্ষ থেকে ২ সেমিস্টারে বোর্ড পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা চলছে। আর ,এবার এই পথেই হাঁটতে দেখা যাচ্ছে রাজ্যকেও। তবে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব এসে পৌঁছায়নি। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পর্ষদ ও কাউন্সিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!