এখন পড়ছেন
হোম > অন্যান্য > শরীর-স্বাস্থ্য > করোনা নিয়ে বড়সড় দাবি সামনে এল, শক্তি হারাচ্ছে করোনা -আশার আলো বিশ্বজুড়ে

করোনা নিয়ে বড়সড় দাবি সামনে এল, শক্তি হারাচ্ছে করোনা -আশার আলো বিশ্বজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা নিয়ে অহেতুক ভয় করার প্রয়োজন নেই, এমনকি করোনা টীকার আর প্রয়োজন নেই। এমনটাই এদিন অক্সফোর্ডের মহামারী গবেষক সুনেত্রা গুপ্তা এদিন দাবি করেছেন। তাঁর দাবি করোনা শক্তি হারিয়ে ফেলেছে। এই দাবির ফলে আশার আলো দেখতে শুরু করেছে বিশ্ববাসী।

কোরোনার জেরে গোটা বিশ্বে প্রাণ হারিয়েছেন কয়েক লক্ষ মানুষ। বিশ্বের কোন দেশ আর বাকি নেই যেখানে করোনা আক্রান্ত হয়নি মানুষজন। কোরোনার জেরে গোটা বিশ্ববাসী ঘরের মধ্যে বন্দি। আর এদিন এই নিয়েও আশার আলো দেখিয়েছেন গবেষক সুনেত্রা। তিনি এদিন দাবি করেছেন প্রবীণরা ছাড়া করোনা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই . আর ভয়ের ও কোনো কারণ নেই। তবে প্রবীনদের কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

প্রসঙ্গত , এই মরণ ভাইরা থেকে বাঁচার জন্য প্রতিটা দেশ কোরোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য গবেষণা শুরু করেছে। গবেষণা অনেকটা এগোলেও এখনো পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। এদিন সুনেত্রা দাবি করেছেন যে, করোনা এখন সাধারণ জ্বরের আকার ধারণ করেছে যেমন সাধারণ সর্দি-কাশি, জ্বর হয় ঠিক সেইরকম। ক্ষমতা কমে গেছে কোরোনার যে কারণে আর ভ্যাকসিন এর কোনো প্রয়োজন নেই। তাই ভ্যাকসিন আবিষ্কার না হলেও আর ভয়ের কোনো কারণ নেই। আতঙ্কিত হবার আর কোনো প্রয়োজন নেই .তাঁর মতে, এখন করোনা 10 থেকে 15 দিনের ভাইরাসের মতোই হয়ে গেছে এবং আস্তে আস্তে মিলিয়ে যাবে। আর তাঁর দাবি প্রকৃতির নিয়মেই এই ভাইরাসও বিলুপ্ত হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখানে তিনি জানিয়েছেন কয়েক মাস আগে পর্যন্ত করোনার যে দাপট ছিল এখন তার অর্ধেকের থেকেও কমে গেছে। ফলে মানুষ এই ভাইরাসের দ্বারা সংক্রমনিত হলেও তা মানুষের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তাতেই এই ভাইরাস শরীরের মধ্যে নিঃশ্বাস হয়ে যাচ্ছে। যে কারণে সাধারণ মতই ইনফ্লুয়েঞ্জার মতো হয়ে পড়ছে এই ভাইরাসের কার্যকর ক্ষমতা। তাই গবেষক দাবি করেছেন সংক্রমন ঠেকানোর জন্য বড়সড় কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োন নেই, দরকার এই লকডাউনেরও।

প্রসঙ্গত বিভিন্ন দেশ এই ভাইরাসের হাত থেকে বাঁচতে নিজেদেরকে ঘরবন্দি বানিয়েনিয়েছিলো। জারি করা হয়েছিল লকডাউন। যার জেরে অর্থনীতি তলানিতে ঠেকেছে, মানুষ ঘর থেকে বের হচ্ছেন না বদলে গেছে সাধারণ জীবনযাত্রাও। এদিন এই নিয়ে গবেষক জানালেন লকডাউন করে কোন লাভ হবে না। কেননা দেখা যাচ্ছে যেখানে লকডাউন হচ্ছে সেখানে নতুন করে সংক্রমণ বাড়ছে তাই লকডাউন করে সংক্রমন ঠেকানোর প্রয়োজন নেই। একে জীবনের অংশ করে নিতে হবে আর এটি একটা সাধারন ইনফ্লুয়েঞ্জার মতোই রয়ে যাবে। প্রসঙ্গত প্রথমদিকে কোরোনার জেরে যে হারে মৃত্যুর সংখ্যা বাড়ছিল তা কমেছে, মৃত্যুর হারের চেয়ে সংক্রমণ ব্যক্তির সুস্থতার হওয়ার হার অনেক বেশি দেখা যাচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তা অনেকখানি কমলেও এখনো আত্নক রয়ে গেছে। আর এদিন এই গবেষকের দাবিতে সে আতঙ্ক অনেকখানি কমবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!