এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা সামাল দিতে এবার নবীনদের জন্য সুসংবাদ, শুরু হতে চলেছে বিনামূল্যে টিকাকরণ

করোনা সামাল দিতে এবার নবীনদের জন্য সুসংবাদ, শুরু হতে চলেছে বিনামূল্যে টিকাকরণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সামনে বড়োসড়ো ঘোষণা করেছেন প্রতিষেধক নিয়ে। প্রসঙ্গত, প্রতিষেধক সংক্রান্ত সমস্যায় যখন জেরবার চিকিৎসকরা, পাশাপাশি রাজ্যগুলিও করোনার প্রতিষেধক নিয়ে ক্রমাগত চাপ দিতে শুরু করেছিল কেন্দ্রকে। ঠিক সেইসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, আর কিছুদিনের মধ্যেই 18 ঊর্ধ্ব প্রত্যেকের জন্য বিনামূল্যে প্রতিষেধক আসতে চলেছে। খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই ঘোষণা অনেকটাই স্বস্তি দিয়েছে দেশবাসীকে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী একুশে জুন থেকে এই টিকাকরণ শুরু হতে চলেছে।

তবে তার আগেই বিনামূল্যে 18 ঊর্ধ্ব দের টিকা দেওয়ার কাজ শুরু করে দিলো ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। জানা গিয়েছে, আইসিসির উদ্যোগে কলকাতায় একটি টিকাকরণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল এবং এই কর্মসূচিতে 18 থেকে 45 বছর বয়সের প্রায় 500 জনকে কোভিশিল্ড প্রতিষেধক দেওয়া হয়েছে। পাশাপাশি আরও খবর, এক্ষেত্রে টিকা দেওয়া হয় মূলত ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের নির্বাহী সদস্য এবং ওয়াইএলএফের সদস্যদের সম্মিলিতভাবে। এ প্রসঙ্গে জানা গেছে, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ইয়ং লিডারস ফোরামের পরিচালনায় এবং বিনায়ক ইমেজিং এন্ড ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এই টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ওয়াইএলএফের চেয়ারম্যান মুদিত বেরিওয়াল ইতিমধ্যেই জানিয়েছেন, আইসিসি ওয়াইএলএফ প্রায়শই সমাজসেবামূলক কাজ করে থাকে। মার্চ মাসেও ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ওয়াইএলএফের পক্ষ থেকে পাঁচশোর বেশি প্রবীণদের প্রথম টিকাকরণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। তবে জানা গিয়েছে, আগামী দিনেও এ ধরনের বিনামূল্যে টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হবে এই সংগঠনের পক্ষ থেকে। প্রসঙ্গত, গত কালই প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী একুশে জুন সোমবার থেকে 18 উর্ধ্বে যেসব নাগরিক আছেন তাঁরা বিনামূল্যে টিকা পাবেন। তবে যারা বিনামূল্যে টিকা নিতে চাননা, তাঁদের জন্য ব্যবস্থা থাকবে বেসরকারি হাসপাতালে।

25% ভ্যাকসিন যাতে বেসরকারি হাসপাতালগুলো পায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে এক ডোজ প্রতিষেধকের জন্য দেড়শ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্যগুলিও টিকাকরণের ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করে চলেছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই ঘোষণা নিঃসন্দেহে ভারতবাসীর কাছে এই মুহূর্তে সব থেকে বড় সুসংবাদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতদিন পর্যন্ত নবীনরা অপেক্ষা করছিল টিকাকরণের জন্য। অনেকেই অবশ্য ইতিমধ্যে বেসরকারি জায়গা থেকে টিকা নেওয়া শুরু করেছে। তবে সদিক থেকে প্রধানমন্ত্রীর এই ঘোষণা যে অত্যন্ত সময়োপযোগী সেকথা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!