এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা সংক্রমণকালে কিভাবে করা হবে একুশে জুলাইয়ের আয়োজন? জানালেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

করোনা সংক্রমণকালে কিভাবে করা হবে একুশে জুলাইয়ের আয়োজন? জানালেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বিপুল জয় এসেছে তৃণমূলের। ২১৩ টি আসন নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে তৃণমূল। তাই এবার মহা ধুমধামে শহীদ দিবস পালন করবে তৃণমূল। এমন একটা সম্ভাবনা ছিল। কিন্তু সেদিকে বাধ সেধেছে করোনা। করোনা পরিস্থিতির কারণে গত বছর ভার্চুয়াল ভাবে শহীদ দিবস পালন করতে দেখা গিয়েছিল তৃণমূলকে। নিজেদের বাড়িতে থেকেই ভার্চুয়াল ভাবে বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। এবারও করোনা সংক্রমনের কারণে একই পথে হাঁটতে পারে তৃণমূল।

বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর শহীদ দিবসের অনুষ্ঠান বিরাট করে পালন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন দলের বহু নেতাকর্মী। কিন্তু, করোনা সংক্রমনের কথা মাথায় রেখে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। করোনা সংক্রমনের কথা মাথায় রেখে ভার্চুয়াল মাধ্যমেই শহীদ দিবসের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, শহীদ দিবসের বিষয় নিয়ে গতকাল দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে কথা বলেছেন তিনি। যতদূর সম্ভব এ বছর একুশে জুলাইয়ে ভার্চুয়াল ভাবে কর্মসূচি পালন করা হবে। তবে দলের কী কী কর্মসূচি রাখা হবে? সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে। অর্থাৎ করোনা সংক্রমনের কারণেই গত বছরের মতো এ বছরেও ভার্চুয়াল ভাবে শহীদ দিবস পালন করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

অন্যদিকে, গতকাল বিজেপির পুরসভা ঘেরাও অভিযান নিয়েও বক্তব্য রেখেছেন মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, তারা কোনদিন কোন কিছু মানতে চায়না। বিপুল পরাজয়ের পরও হার স্বীকার করতে চায় না। মানুষ প্রত্যাখ্যান করেছে, সেটা মানতেও রাজি নয় বিজেপি। সবকিছুই বাহুবল, গণতন্ত্র, সংবিধানকে বিজেপি তোয়াক্কা করে না। করোনার বিরুদ্ধে সংগ্রামে তারা থাকে না। ভ্যাকসিনের জন্য যখন কেন্দ্রের কাছে দাবি জানান মুখ্যমন্ত্রী, সে সময় সাহায্য করেনা বিজেপি।

অন্যদিকে, আগামী সপ্তাহেই তৃণমূলে ব্যাপক রদবদল ঘটার সম্ভাবনা আছে। জানা যাচ্ছে, এবার থেকে তৃণমূলে কাউকে কোন পদে বসানোর আগে নির্বাচনে তিনি কেমন কাজ করেছেন? তা খতিয়ে দেখা হবে, তারপরই তাঁকে পদ দেওয়া হবে। আগামী সপ্তাহে তৃণমূলের জেলা কমিটির পদাধিকারী ঘোষণার সম্ভাবনা আছে। বেশ কিছু জেলা সভাপতির অপসারণ ঘটানোও হতে পারে আগামী সপ্তাহে। দলের সংগঠনকে মজবুত করতে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!