এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা সংকটে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ালে, মিলবে বিশেষ করছাড়, তাৎপর্যপূর্ণ ঘোষণা কেন্দ্রের

করোনা সংকটে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ালে, মিলবে বিশেষ করছাড়, তাৎপর্যপূর্ণ ঘোষণা কেন্দ্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দেশে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ চলছে, যদিও সংক্রমণ অনেকটাই কমে এসেছে, তবে দ্রুত তৃতীয় ঢেউ আসার আশঙ্কা করছেন একাধিক চিকিৎসক ও বিশেষজ্ঞ। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে কোভিড তহবিলে কেউ অর্থ দান করলে, সেই পরিমাণ কর ছাড় পাবেন তিনি। এছাড়া কোন সংস্থার কর্মীদের করোনা চিকিৎসার জন্য অর্থ সাহায্য দেওয়া হলে, সমপরিমান কর ছাড় পাওয়া যাবে। আবার, করোনায় মৃত কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য দিলেও, সেই পরিমাণ কর ছাড় পাওয়া যাবে।

গতকাল কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে, ২০১৯-২০, ২০২১-২২ অর্থবর্ষে করোনার তহবিলে কেউ যদি অর্থ দান করেন, তবে সেই পরিমাণ অর্থ কর ছাড় দেয়া হবে তাকে। আবার, করোনা সঙ্কটকালে যদি কোন সংস্থা তাদের কোনো কর্মীর চিকিৎসার খরচ দেয়, কিংবা এককালীন অর্থসাহায্য দেয়, তবে সেই পরিমান টাকা কর ছাড় দেয়া হবে সংস্থাকে। এক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্যের ক্ষেত্রে কর ছাড় দেয়া হবে।

আবার, কোন সংস্থার কোন কর্মীর যদি করোনায় মৃত্যু ঘটে তবে তার পরিবারকে আর্থিক সাহায্য দিলেও সেই সংস্থাকে সেই পরিমান কর ছাড় দেয়া হবে। এক্ষেত্রে অর্থ সাহায্য এক্সগ্রাসিয়া বাবদ দান করা যাবে। করোনা সংকটকালীন সময়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, গতকাল আরও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় আয়কর বিভাগ। যেখানে জানানো হয়েছে যারা সরাসরি আয়কর দান করে থাকেন, তাদের জন্য বিবাদ সে বিশ্বাস প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হবে। এই প্রকল্পের মাধ্যমে আগামী ৩১ সে আগস্ট পর্যন্ত জমা কর দেওয়া যাবে। এছাড়া ৩১ সে অক্টোবরের মধ্যেও করদাতারা তাদের জমা কর দিতে পারবেন। এক্ষেত্রে কোনো অতিরিক্ত অর্থ দেবার প্রয়োজন হবে না।

গতকাল দেশের আয়কর কাঠামোর বেশকিছু গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছে। এরপরেই এই বিষয়গুলি জানানো হলো। আয়কর বিভাগের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। একাধিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিমারীর সময়ে কেন্দ্রের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর ফলে উপকৃত হবেন বহু মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!