এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা সংক্রমণ কালে কেমন হবে প্রধানমন্ত্রীর সভা? কিভাবে হবে তার আয়োজন? জানিয়ে দিলো বিজেপি

করোনা সংক্রমণ কালে কেমন হবে প্রধানমন্ত্রীর সভা? কিভাবে হবে তার আয়োজন? জানিয়ে দিলো বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মুখে পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৮ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে দৈনিক করোনা সংক্রমণ, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে ভোটের প্রচার ও সভা করার ক্ষেত্রে রাস টেনেছে কংগ্রেস, তৃণমূল, সিপিএমের মতো একাধিক রাজনৈতিক দল। এবার একই পথে হাঁটতে দেখা গেল বিজেপিকে। জানানো হলো, ভোটের মুখে রাজ্যে আর কোনো বড় সভা করবেন না প্রধানমন্ত্রী। মাত্র ৫০০ জনের উপস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আকারে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে সভা করা হবে প্রধানমন্ত্রীর।

প্রসঙ্গত, গতকালই বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যে শেষ দুদিনের পরিবর্তে একদিনই আসবেন প্রধানমন্ত্রী। একদিনেই তিনি চারটি সভা করতে পারেন। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানালেন, এখন থেকে প্রধানমন্ত্রীর জনসভায় মাত্র ৫০০ জন উপস্থিত থাকবেন। তবে শুধু প্রধানমন্ত্রী নন, বিজেপির অন্যান্য নেতারাও ছোট জনসভাতেই যোগ দান করবেন। এর সঙ্গে সঙ্গেই আপনা বুথ কোভিড মুক্ত কর্মসূচি পালন করবে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, প্রধানমন্ত্রী ছাড়াও বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের বেশকিছু সভা রয়েছে পশ্চিমবঙ্গে। এই সভা গুলি বাতিল করা হচ্ছে না, পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প সংখ্যায় দর্শক নিয়ে সভা গুলি করা হবে। কোন বড় সভার আয়োজন করা হবে না। এর সঙ্গে সঙ্গেই বিজেপি আপনা বুথ কোভিড মুক্ত কর্মসূচি পালন করবে।

বিজেপির ঘোষিত নতুন এই কর্মসূচিতে হাসপাতালে বেডের ব্যবস্থা করা, পথ্যের ব্যবস্থা করা সহ একাধিক কর্মসূচির মাধ্যমে মানুষকে সহযোগিতা করবেন বিজেপির নেতারা। এর সঙ্গে সঙ্গেই আজ থেকে বিজেপি রাজ্য জুড়ে ৬ কোটি মাস্ক ও স্যানিটাইজার বিলি করার সিদ্ধান্ত নিয়েছে। আর, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে বিজেপি শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!