এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার কারণে আগামী বছর কল্পতরু উৎসবের আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত কাশিপুর ও দক্ষিণেশ্বরে

করোনার কারণে আগামী বছর কল্পতরু উৎসবের আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত কাশিপুর ও দক্ষিণেশ্বরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে চলতি বছর বেশ কিছু ধর্মীয় উৎসবে, অনুষ্ঠানে লাগাম পরানো হয়েছে। জনসমাগম রোধ করতেই এই পরিকল্পনা। এবার করোনা সংক্রমনের কারণেই বন্ধ রাখা হচ্ছে কল্পতরু উৎসব। প্রতি বছর ১ লা জানুয়ারির দিনে কল্পতরু উৎসব পালনের মাধ্যমে ইংরেজির নতুন বর্ষে পদার্পন বাঙালির দীর্ঘদিনের রীতি হয়ে দাঁড়িয়েছে। করোনা সংক্রমনের কারণে এবার তা বড় ধাক্কা খেতে চলেছে।

১৮৮৬ সালের ১ লা জানুয়ারির দিন সকালে কাশীপুর উদ্যানবাটীতে ভাবসমাধি হয়েছিল শ্রীরামকৃষ্ণের। এই ভাবসমাধি সময়ে বহু ভক্তকে কৃপা করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর ১ লা জানুয়ারির দিনকে কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয়। বছরের পর বছর ধরে বাঙালি কল্পতরু উৎসব পালনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বর্ষে পদার্পণ করে থাকে। এবার করোনা সংক্রমনের কারণে প্রথম কল্পতরু উৎসবের আয়োজন বন্ধ রাখা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বছর ১ লা জানুয়ারির দিন দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হল দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটীতে। মঠ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী বছরের ১ লা জানুয়ারি থেকে ৩ রা জানুযারী পর্যন্ত উদ্যানবাটী বন্ধ রাখা হবে। তবে ১ লা জানুয়ারি কল্পতরু উৎসবের দিনে অন্যান্য বছরের মতো এ বছরও শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবীকে স্মরণ করে সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত ভক্তিমূলক গানের আয়োজন করা হবে।

১ লা জানুয়ারির দিন কাশীপুর উদ্যানবাটীর অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব থেকে সরাসরি দেখা যাবে পূজার অনুষ্ঠান। এদিকে আজ শনিবার বিকেলে কাশীপুর থানার উদ্যোগে কাশীপুর উদ্যানবাটীতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হবে। এই বৈঠকেই এবারের কল্পতরু উৎসবের ব্যাপারে মঠের সিদ্ধান্তের কথা জানানো হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!