এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা ঝড়ে থমথমে রাজ্যকে সুরাহা দিতে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যুগান্তকারী ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা ঝড়ে থমথমে রাজ্যকে সুরাহা দিতে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যুগান্তকারী ঘোষণা মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানা উদ্যোগ নিতে দেখা গেছে পশ্চিমবঙ্গের বর্তমান তৃণমূল সরকারকে। বর্তমান পরিস্থিতিতে করোনা মহামারীর জন্য সকলেই চিন্তিত। প্রত্যেকেই এই ভয়াবহ রোগের হাত থেকে বাঁচতে তৎপর হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই করোনা মহামারীর জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়তে দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যবাসীর জন্য বড়সড় সুখবর শোনালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এবার থেকে আর চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে না। একটি ফোন করলেই মিলবে চিকিৎসা। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য টেলি মেডিসিন পদ্ধতি চালু করার কথা জানান পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। আর বর্তমান পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিগন্ত খুলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষনায় রীতিমত খুশির হাওয়া তৈরি হয়েছে গোটা রাজ্যজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ইতিমধ্যেই অনেক বেসরকারি হাসপাতাল এই পদ্ধতিতে তাদের চিকিৎসা ব্যবস্থা শুরু করেছে। কেননা একটি ফোন কলের মাধ্যমে যদি কোনো রোগী তার চিকিৎসা পেয়ে যান, তাহলে রাজ্যের বহু মানুষ উপকৃত হবে। পাশাপাশি হাসপাতালের ওপর অনেকটাই চাপ কমবে। আর বর্তমানে যখন করোনা ভয়াবহতা চরম আকার নিচ্ছে, তখন বাড়িতে বসে রোগীদের চিকিৎসার জন্য টেলি মেডিসিন পদ্ধতি চালু সত্যিই নয়া দিগন্ত সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে পয়লা জুলাই ছুটি ঘোষণা করা হবে। ওইদিন করোনা ও অন্যান্য রোগের জন্য টেলিমেডিসিন চালু করা হবে। বেলা বারোটা থেকে ফোনে পরিষেবা দেওয়া শুরু হবে। প্রথম দফায় 12 টি নম্বর চালু করা হবে। যে কোনো জেলা থেকে ওই নম্বরে ফোন করা যাবে। পরবর্তী ক্ষেত্রে প্রতি জেলার জন্য একটি করে নম্বর চালু করা হবে। সোমবারের মধ্যে সেই নম্বর রোগীদের কাছে পৌঁছে যাবে।”

বিশেষজ্ঞরা বলছেন, সত্যিই যদি এই সিস্টেম চালু হয় এবং তার সফলতা পাওয়া যায়, তাহলে তা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নয়া পালকে পরিণত হবে। কেননা এমনিতেই করোনা পরিস্থিতির মধ্যে অনেক রোগী সংকটে রয়েছে। তাই এই অবস্থায় বাড়ি থেকেই একটি ফোনে যদি রোগীরা তাদের পরিষেবা পেয়ে যান, তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। তাই মানুষের দুর্দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে টেলি মেডিসিন সিস্টেম চালু অনেকটাই সুফল বয়ে আনবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এখন রাজ্য সরকারের এই উদ্যোগ কতটা সফলতা পায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!