এখন পড়ছেন
হোম > বিশেষ খবর >  করোনার মধ্যে চিন্তা বাড়ছে সুগার, হার্টের রোগীদের! চিকিৎসকদের পরামর্শ কি? জেনে নিন!

 করোনার মধ্যে চিন্তা বাড়ছে সুগার, হার্টের রোগীদের! চিকিৎসকদের পরামর্শ কি? জেনে নিন!

করোনা আতঙ্কে বর্তমানে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে ভারতবর্ষে। জনসংযোগ বন্ধ। গোটা দেশ লকডাউন করে দেওয়া হয়েছে। মানুষে- মানুষে সংস্পর্শ যাতে না হয়, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের প্রচুর সুগার, হার্ট, কিডনির রোগ সহ নানা সমস্যায় জর্জরিত রোগীরা প্রবল বিপাকে পড়েছেন। যেমন, বোসপুকুরে চন্ডীবাবু। বর্তমানে তার বয়স 70 বছর। বাড়িতে স্ত্রী শয্যাশায়ী রয়েছেন। ছেলেমেয়েরা সকলেই বাইরে থাকেন। ফলে বাড়ির কাজ করেন পরিচারিকা। কিন্তু লকডাউন হয়ে যাওয়ায় সেও আসছে না। ফলে প্রবল সমস্যায় পড়েছেন চন্ডীবাবু। রুটি করতে না পারায় এখন ভাত খেতে হচ্ছে তাকে। যার ফলে কিছুদিনের মধ্যেই তার সুগার এখন 350 এ পৌঁছে গেছে।

চিকিৎসকরা বলছেন, চন্ডীবাবু অবিলম্বে ইনসুলিন নিন। না হলে এই বয়সে কিন্তু বিপদে পড়বেন। তবে চন্ডীবাবুর মত প্রচুর মানুষের এখন এই সমস্যা তৈরি হয়েছে। লকডাউনের কারণে অনেক মানুষ প্রচুর ওষুধ বাড়িতে বোঝাই করে রাখতে শুরু করেছেন। যার ফলে ওষুধের দোকানে অনেক প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না অনেকে। এদিকে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে কিডনি, হার্টের রোগীরা এখন চরম সমস্যায় পড়েছেন। হাটা চলার জন্য তাদের চিকিৎসকরা নির্দেশ দিলেও, লকডাউনের কারণে এখন তারা বাড়ির বাইরেও বেরোতে পারছেন না। এই পরিস্থিতিতে কিডনি, হার্ট, সুগার ও প্রেসারের রোগীদের কি বার্তা দিচ্ছেন চিকিৎসকরা?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই ব্যাপারে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আশিস মিত্র বলেন, “রোগীদের বলছি বাড়িতে হাটুন। ছাদে হাটুন। অন্যান্য ব্যায়াম ও পরিমিত আহার করুন। যে ওষুধ লেখা আছে, সেটা না পেলে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলুন। নিশ্চয়ই বিকল্প জেনেরিক ওষুধ বলে দেবেন।”

এদিকে এই ব্যাপারে হূদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অরূপ দাস বিশ্বাস বলেন, “রোগীরা নয়, চিকিৎসকেরও নানা অসুখ-বিসুখ আছে। তাই সাবধানে থাকতে হচ্ছে। কোথায় যাবেন, কি করবেন, কাকে হাতের কাছে পাবেন, সমস্যা রয়েছে। বাড়িতে এসে রক্ত সংগ্রহ করার ব্যবস্থাও বন্ধ। আমার মনে হয়, সুস্থ থাকতে শারীরিক পরিস্থিতি বুঝে পরিমিত ব্যায়াম করুন। ছাদে, বাড়িতে কাজের মধ্যে থাকুন। খাওয়া-দাওয়া এমন করুন, যাতে পেট খারাপ, ডায়রিয়া না হয়।” সব মিলিয়ে এখন সচেতন থাকা ছাড়া এবং বাড়িতে বসে ব্যায়াম করা ছাড়া যে কোনো উপায় নেই কারও কাছেই, তার বার্তা দিচ্ছেন চিকিৎসকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!