এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা টেস্টের ভয়েই পালিয়ে গেল প্রায় চার শতাধিক মানুষ, উদ্বেগে চিকিৎসকরা

করোনা টেস্টের ভয়েই পালিয়ে গেল প্রায় চার শতাধিক মানুষ, উদ্বেগে চিকিৎসকরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার মারাত্মক পরিস্থিতি। সবরকম চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার। কিন্তু তাতেও উদ্বেগ কাটছেনা। এর মধ্যেই আবার চিন্তা বাড়িয়েছে কিছু মানুষের অপরিণামদর্শিতা। সম্প্রতি করোনার জেরে বিভিন্ন রাজ্যে ফেরত আসতে শুরু করেছে পরিযায়ী শ্রমিকরা। গত বছরে যে নাস্তানাবুদ হতে হয়েছিল পরিযায়ী শ্রমিকদের, সে জায়গা থেকে বাঁচতে এবার তড়িঘড়ি যে যার রাজ্যে ফেরা শুরু করেছে। তবে সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি রাজ্যে নিয়ম করা হয়েছে, বাইরে থেকে কেউ এলে তাঁকে করোনা পরীক্ষা এবং থার্মাল স্ক্রীনিং এর মধ্যে দিয়ে যেতে হবে।

আর এবার আসামে এই ঘোষণার ফলে দেখা গেল অন্য ছবি। পুলিশের চোখের সামনে শুধুমাত্র করোনা পরীক্ষা করাতে হবে বলে প্রায় 400 পরিযায়ী শ্রমিক ট্রেন থেকে নেমে ছুটে পালালেন। কয়েকজনকে ধরতে পারলেও বেশিরভাগই পালিয়ে যেতে সমর্থ হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গুয়াহাটি থেকে 60 কিলোমিটার দূরে জাগিরোড স্টেশনে। একটি ভিডিওর মাধ্যমে এই ঘটনাটি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিও এখনো পর্যন্ত পরীক্ষা করে দেখেনি প্রিয় বন্ধু মিডিয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই একই ঘটনা এর আগে বিহারেও ঘটেছে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, সম্প্রতি তামিলনাড়ু, কেরল, অন্ধপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ হয়ে আসামে ফেরত আসেন বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। কিন্তু করোনা সংক্রমণ ও পরীক্ষা নিয়ে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তাঁরা করোনা টেস্ট এড়াতে পালিয়ে যান স্টেশন থেকে। রবিবার পর্যন্ত আসামে মোট করোনা সংক্রামিতর সংখ্যা 6000 জন করোনায় মৃত 80 জন। রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে 3.65 লাখ।

অন্যদিকে ভারত থেকে অন্য দেশের বিমানে ওঠার জন্য এবার নতুন নির্দেশিকা। আন্তর্জাতিক বিমানে চাপতে গেলে এবার থেকে সঙ্গে রাখতে হবে একটি কিউ আর কোড সহ আরটি-পিসিআর নেতিবাচক রিপোর্ট। অন্যদিকে আসাম পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত পালিয়ে যাওয়া পরিযায়ী শ্রমিক ফেরত নিয়ে আসার ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা তা জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা যে চরম উদ্বেগজনক তা নিয়ে কোন সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!