এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা ঠেকানো যাবে সন্দেশেই! নতুন মোড়কে মহা-ধামাকা মুখ্যমন্ত্রীর, খুশির হাওয়া রাজ্যজুড়ে

করোনা ঠেকানো যাবে সন্দেশেই! নতুন মোড়কে মহা-ধামাকা মুখ্যমন্ত্রীর, খুশির হাওয়া রাজ্যজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনা পরিস্থিতিকে টেক্কা দিতে সারাদেশে এই মুহূর্তে লড়ে যাচ্ছে। পিছিয়ে নেই রাজ্য পশ্চিমবঙ্গও। তবে এ রাজ্যে করোনা পরিস্থিতির ছবিটি এখনো মোটেই সুখকর নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দিনের পর দিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। একের পর এক এলাকা কনটেইনমেন্ট জোনে পরিণত হচ্ছে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার দিকে এবার নজর দিয়েছে রাজ্য সরকার।

সেই অনুযায়ী এবার রাজ্য সরকারের নতুন চিন্তা ভাবনা প্রকাশ পেয়েছে। বাঙালি মাত্রই মিষ্টিপ্রেমী সে কথা কে না জানে! আর বাঙালির এই মিষ্টি প্রেমকেই কাজে লাগাতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, বাংলার সরকারের পক্ষ থেকে এবার একটি নতুন মিষ্টি বাজারে আসতে চলেছে যার নাম দেওয়া হয়েছে ‘আরোগ্য সন্দেশ’। কেন এরম নাম সন্দেশের, সে বিষয়ে একটু জেনে নেওয়া দরকার। এই ‘আরোগ্য সন্দেশ’ তৈরি হচ্ছে সুন্দরবনের মধু দিয়ে। আর মধু প্রত্যেকের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে অনস্বীকার্য ভূমিকা গ্রহণ করে সে কথা সবাই জানি।

অন্যদিকে চিকিৎসকরা বরাবর জানিয়ে আসছেন, সুষম ও পুষ্টিকর আহার গ্রহণ করলে তবে লড়াই চালানো যাবে করোনার বিরুদ্ধে। এবার সেই সূত্রে নতুন ‘আরোগ্য সন্দেশ’ আসতে চলেছে রাজ্যে। জানা গেছে, এই সন্দেশ এর দামও মধ্যবিত্তের নাগালের মধ্যেই থাকবে। এ প্রসঙ্গে প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের এক কর্মকর্তার সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের শুকনো মধুর সাথে গরুর দুধ থেকে তৈরি পনির মিশিয়ে এই সন্দেশ তৈরি হবে এবং এই ‘আরোগ্য সন্দেশ’এ কোন কৃত্রিম বস্তু ব্যবহার করা হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আপাতত কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলির সরকারি মিষ্টির দোকানে এই সন্দেশ পাওয়া যাবে বলে খবর। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সন্দেশ যে কোনভাবেই করোনার প্রতিষেধক নয়, সে কথা বারবার বলা হচ্ছে। অন্যদিকে এই সন্দেশ উৎপাদনের জন্য মধু সংগ্রহ হবে পীরখালি, ঝাড়খালি এবং সুন্দরবনের অন্যান্য অংশ থেকে বলে জানিয়েছেন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। অন্যদিকে, আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আয়ুষ মন্ত্রক করোনা সংক্রমণ এড়াতে বিভিন্ন রকম প্রাকৃতিক ভেষজ বস্তুকে বেছে নেওয়ার কথা বলেছে।

সে সময় অবশ্য এই নিয়ে যথেষ্ট সমালোচনা হয় বিভিন্ন মহলে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রত্যেকেই প্রাকৃতিক বস্তুর ওপর বিশেষভাবে নির্ভরশীল হচ্ছে দিন দিন। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, করোনা এড়াতে মানুষ এই মুহূর্তে সবরকম চেষ্টা চালাচ্ছে। সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গের ‘আরোগ্য সন্দেশ’ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তাহলে অবশ্যই মানুষ তা সাগ্রহে গ্রহণ করবে। আপাতত ‘আরোগ্য সন্দেশ’ হাতে পেতে গেলে এখনো অপেক্ষা করতে হবে প্রায় দুমাস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!