এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা থেকে বাঁচাতে বিশেষ ডিভাইস তৈরী করে তাকে লাগলো ভারতের এই ছাত্র

করোনা থেকে বাঁচাতে বিশেষ ডিভাইস তৈরী করে তাকে লাগলো ভারতের এই ছাত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতের বুকে এখনো করোনা রমরমিয়ে চলছে। ভারতবাসী করোনা থেকে বাঁচতে রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। দীর্ঘদিন লকডাউন থাকার পর নিউ নর্মাল শুরু হয়েছে ঠিকই। কিন্তু পরিস্থিতি যে এখনও খুব একটা উন্নত হয়নি তা স্পষ্ট হয়ে উঠছে দিন কে দিন। এই অবস্থায় বাতাসের ভাসমান জীবাণু আটকাতে ইতিমধ্যেই অতি অবশ্যকীয় হয়ে উঠেছে মাস্ক, স্যানিটাইজার স্প্রে ইত্যাদি। কিন্তু সব কিছু করেও করোনার জীবাণুকে আটকানো সম্ভব হচ্ছে না।

কিন্তু এবার হয়তো তা সম্ভব হবে। কারণ, এমন একটি জিনিস আবিষ্কার হয়েছে যাতে বাতাসে ভাসমান জীবাণু 99.99% নষ্ট হতে চলেছে বলে দাবি করা হচ্ছে।বাতাসে ভাসমান ধূলিকণা ধ্বংস করতে যে যন্ত্রটি আবিষ্কার হয়েছে তার নাম বায়ু রক্ষক। আবিষ্কার করেছে গুজরাটের এক ছাত্র। নিউ নর্মালে আমরা মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি নিজেদের নিত্যপ্রয়োজনীয় তালিকায় স্থান দিয়েছি। পাশাপাশি জামাকাপড়সহ ঘরের ভেতরের বায়ু জীবাণুমুক্ত রাখতে বাজারচলতি স্প্রের ওপরই ভরসা রাখতে হচ্ছে।

কিন্তু যত ভালোই স্প্রেই বাজারে পাওয়া যাক না কেন, সেখানে কিন্তু লেখা থাকছে 99.9% ভাইরাস সেগুলি নষ্ট করে। যথারীতি পুরোপুরি সফলতা কেউই লাভ করেনি। কিন্তু এবার সাফল্যের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে গুজরাতে আহমেদাবাদ পলিটেকনিকের এক ছাত্র। সে এমন একটি ডিভাইসের আবিষ্কার করেছে, যাতে বাতাসে ভাসমান জীবাণুর 99.99% নষ্ট হবে। এই যন্ত্রটির নাম দেওয়া হয়েছে বায়ু রক্ষক। বায়ু রক্ষক তৈরি করেছে ধ্রুব পাঞ্চাল নামক এক ছাত্র।

ধ্রুব দাবি করেছে, তাঁর তৈরি যন্ত্র দিয়ে যে কোন ভাইরাস এমনকি করোনার জীবাণুও নষ্ট করা যাবে। ধ্রুবর এই আবিষ্কৃত যন্ত্রটি ইতিমধ্যেই NABL ল্যাবরেটরিতে ছাড় পেয়েছে বলে জানা গিয়েছে। যন্ত্রটির পরীক্ষা হয়েছে একটি 3/3 চেম্বারে। প্রথমে 24 ঘন্টা এবং পরে 48 ঘণ্টার ব্যবধানে এই যন্ত্রটির পরীক্ষা হয় এবং এই পরীক্ষাগারের প্রধান ঊর্বিশ সোনি এবং জাঙ্কানা মেহতা জানিয়েছেন, বায়ুবাহিত ভাইরাসের 99.99% নির্মূল করেছে এই ডিভাইস। ফলে স্কুল-কলেজের বদ্ধ ঘরেও এটি দারুণভাবে কাজ করবে।

অন্যদিকে গুজরাট সরকারও ব্যাপক প্রশংসা করেছে এই আবিষ্কারের। এবং নতুন এই স্টার্টআপকে এগিয়ে নিয়ে যেতে তাঁরা সাহায্য করবে বলেই জানিয়েছে। দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞরা ও চিকিৎসকরা বলে চলেছেন করোনা ভাইরাস শুধুমাত্র মাটিতেই নয়, বাতাসেও দীর্ঘক্ষণ ভেসে থাকতে পারে এবং সংক্রমণ ছড়াতে পারে তীব্র গতিতে। ধ্রুব পাঞ্চালের আবিষ্কৃত যন্ত্র ইতিমধ্যেই সাড়া ফেলেছে ভারতে। অন্যদিকে মনে করা হচ্ছে, ধ্রুব পাঞ্চালের আবিষ্কৃত এই ডিভাইস যদি পুরোপুরি সফল হয়, তাহলে বিশ্বজোড়া খ্যাতি ছড়িয়ে পড়বে ভারতের এই ছাত্রের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!