এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা থেকে রক্ষায় স্মার্টফোনটিও স্যানিটাইজ করছেন? কি মারাত্মক ক্ষতি করছেন জানলে চমকে যাবেন

করোনা থেকে রক্ষায় স্মার্টফোনটিও স্যানিটাইজ করছেন? কি মারাত্মক ক্ষতি করছেন জানলে চমকে যাবেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা আবহে প্রথম থেকেই বিশেষজ্ঞদের নির্দেশে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার আবশ্যক হয়ে উঠেছে বিশ্বজুড়ে। বর্তমানে করোনার হাত থেকে বাঁচতে শুধুমাত্র হাত নয়, ব্যবহার্য প্রত্যেকটি জিনিস স্যানিটাইজেশন করতে হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের জীবনের এক আবশ্যিক যন্ত্র হলো মুঠোফোন। রাস্তায়, বাড়িতে, বাজারে, অফিসে সমস্ত জায়গায় হাতে থাকে এই যন্ত্রটি। তাই বলাইবাহুল্য এই যন্ত্রটি সবথেকে বেশি জীবাণু বহন করছে। তাই প্রয়োজন হাতে ধরে রাখা মুঠোফোনটিরও স্যানিটাইজেশন প্রক্রিয়া। কিন্তু সেক্ষেত্রে মোবাইল ফোনটি হয়ে যেতে পারে অকেজো। স্মার্টফোন স্যানিটাইজ করতে গিয়ে কি মারাত্মক ক্ষতি হচ্ছে, তা জানলে রীতিমতো চমকে উঠতে হবে।

নিউ নর্মালে মাস্ক,স্যানিটাইজার, স্যানিটাইজার স্প্রে সবকিছু মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। শুধু নিজেকেই নয়, বাইরে যাওয়া সমস্ত জিনিসকেই জীবাণুমুক্ত করতে হচ্ছে প্রত্যহ। আর সেক্ষেত্রে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার মতনই মোবাইল ফোনটিকেও অনেকেই পরিষ্কারের চেষ্টা করছেন স্যানিটাইজার দিয়ে। কিন্তু সেক্ষেত্রে বিপদ অবশ্যম্ভাবী মোবাইলটির। সাধারণত মোবাইল ব্যবহার করার সময় মোবাইলের গায়ে ধুলোবালি লেগে থাকা অস্বাভাবিক নয়। সেই মোবাইল সচ্ছন্দে আমাদের শরীর স্পর্শ করে। যথারীতি জীবাণুও আসে আমাদের শরীরে। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্মার্টফোন পরিষ্কার করতে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করলে কি মারাত্মক ক্ষতি হতে পারে।

বারবার স্যানিটাইজ করলে আপাতদৃষ্টিতে মোবাইলের স্ক্রীনটি হয়তো চকচক করবে, কিন্তু আসলে মোবাইলের স্ক্রীন চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি মোবাইলের হেডফোনের জ্যাক এবং স্পিকার নষ্ট হয়ে যাবে। বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন, স্যানিটাইজার ব্যবহার করলে ধীরে ধীরে মোবাইলের ডিসপ্লে হলুদ হয়ে যাবে। একই সঙ্গে ক্যামেরার লেন্স এরও যাবে বারোটা বেজে। ইদানিং দেখা যাচ্ছে, প্রত্যেকটি সার্ভিসিং সেন্টারে ভিড় বাড়ছে মোবাইল নিয়ে। স্যানিটাইজার ব্যবহার করার ফলে মোবাইলের আয়ু কিন্তু দ্রুত কমছে। আসলে বিশেষজ্ঞদের মতে, স্যানিটাইজারে অ্যালকোহল থাকে। আর সেটি দিয়ে মোবাইল পরিষ্কার করে হেডফোনের জ্যাক কিংবা চার্জার গুঁজলে মোবাইলের শর্ট সার্কিটের প্রবল সম্ভাবনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব স্বাভাবিকভাবেই পরের জিজ্ঞাস্য, তাহলে কি ব্যবহৃত মোবাইল ফোনটি থেকে যাবে জীবাণুযুক্ত? তার উত্তর- না। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মোবাইল ফোনকে যদি স্যানিটাইজার করা যায়, তাহলে ফোন সুরক্ষিত থাকবে। যেমন প্রফেশনাল ক্লিনিং সলিউশন দিয়ে মোবাইল ফোনটি সুইচ অফ করে স্যানিটাইজ করা যাবে বা তুলোর মধ্যে সামান্য স্যানিটাইজার ঢেলেও পরিষ্কার করা যাবে। 70% অ্যালকোহল রয়েছে এরকম বিশেষ ওয়াইপস পাওয়া যায় বাজারে। সেটি দিয়েও মুছে নেওয়া যায় ফোনটি। সুরক্ষিত অ্যান্টিব্যাকটেরিয়াল টিস্যু পেপার বাজারে সহজলভ্য। সেগুলিও একই কাজ করবে মোবাইলের ক্ষেত্রে।

কারণ শুকনো হাওয়ায় এগুলি মোবাইলের কোন ক্ষতি করেনা বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে বাইরে বেরোনো যেমন প্রয়োজনীয়, ঠিক সেরকমই নিজেকে সুরক্ষিত রাখাটাও যথেষ্ট প্রয়োজন। আর সেক্ষেত্রে ব্যবহার্য প্রত্যেকটি জিনিসকেই নিত্যদিন প্রয়োজন জীবাণুমুক্ত করার। তবে বিশেষজ্ঞদের নির্দেশ মেনে সঠিক সামগ্রীর দ্বারা সঠিকভাবে স্মার্টফোন স্যানিটাইজ করলে বিপদের কোন সম্ভাবনা নেই। আপনার ফোন আপনার কাছে সুরক্ষিত হয়েই থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!