করোনা থেকে সুস্থ হলেও মিলবে না রেহাই, ফের নয়া ভাইরাসের আতঙ্ক! জাতীয় July 12, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – “একই রামে রক্ষা নেই, তার ওপরে সুগ্রীব দোসর।” বাংলার প্রবাদ প্রবচনের প্রচলিত এই কথাটিই কি এবার বাস্তব হতে চলেছে? দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে হচ্ছে গোটা বিশ্বকে। প্রথম ঢেউয়ের পর এবার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। স্বাভাবিকভাবেই তাকে সামাল দিতে নাজেহাল হয়ে উঠেছে গোটা ভারতবর্ষ। আর তার মাঝেই ভ্যাকসিনেশনের ওপর জোর দিয়ে সেই করোনা ভাইরাসকে বিলীন করার চেষ্টা করা হচ্ছে। তবে করোনা ভাইরাস থেকে মুক্তি পেলেও আক্রান্ত রোগীরা সেরে ওঠার পর নতুন করে ভাইরাসে সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে একটি আশঙ্কার কথা প্রকাশ করেছে দিল্লির গঙ্গারাম হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই তাদের এই বার্তা সামনে আসার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে। সূত্রের খবর, সম্প্রতি দিল্লি গঙ্গারাম হাসপাতালে চিকিৎসকদের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। যেখানে জানানো হয়, করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার পর নতুন করে সাইটোমেগালো নামে একটি ভাইরাস মানব শরীরে বাসা বাঁধতে পারে। এক্ষেত্রে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার 20 থেকে 30 দিনের মাথায় এই ভাইরাস শরীরে বাসা বাঁধতে পারে। তবে এই ভাইরাস মানব শরীরের পক্ষে কতটা ক্ষতিকর? চিকিৎসকদের বিবৃতি অনুযায়ী জানা গেছে, পেটে ব্যথা, জ্বর থাকলে এই ভাইরাস থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই যদি এইরকম কোনো উপসর্গ দেখা দিতে শুরু করে, তাহলে বিন্দুমাত্র দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাই জানিয়েছেন বিশিষ্টজনেরা। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিশেষজ্ঞদের একাংশ বলছেন, করোনা ভাইরাসের উৎপত্তি দেখা দিতে শুরু করার পরেই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এই ভাইরাস থেকে মুক্তি পেতে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া যে জরুরি, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। সেই মতো করে দেশবাসীর মধ্যে ভ্যাকসিন ব্যবহার তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তার মাঝেও যেভাবে দিল্লির গঙ্গারাম হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা নতুন করে ভাইরাসের ব্যাপারে আশঙ্কার কথা শোনালেন, তাতে সাধারণ মানুষের বিপদ আরও বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছেন একাংশ। যার ফলে একের পর এক নতুন ভাইরাসের আগমনে এবার মানবজীবন বিধ্বস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে করোনা ভাইরাসের সংকটকালীন মুহূর্তে বিশিষ্ট চিকিৎসকদের নতুন ভাইরাস নিয়ে আশঙ্কা প্রকাশ ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করল। আপনার মতামত জানান -