এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনা টিকাকরণ নিয়ে এবার কড়া পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের, পাশাপাশি বাড়ছে শাসক বিরোধী তরজা

করোনা টিকাকরণ নিয়ে এবার কড়া পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের, পাশাপাশি বাড়ছে শাসক বিরোধী তরজা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার টিকাকরণ নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল হইচই। সম্প্রতি ভুয়ো টিকাকরণ সংক্রান্ত যে অভিযোগ সামনে এসেছে, তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলেও। জানা যাচ্ছে, দীর্ঘদিন যাবত এই ভুয়ো টিকাকরণ চলেছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের ওপর কী প্রভাব পড়ছে, তা নিয়েও চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তরের। ইতিমধ্যেই ভুয়ো টিকা নেয়ার পর আজকে সকালে অসুস্থ হয়ে পড়েছেন সাংসদ মিমি চক্রবর্তী। তারপরেই উদ্বেগ আরো বেড়েছে। তবে এবার স্বাস্থ্যদপ্তর থেকে ব্যাপক সর্তকতা জারি করা হয়েছে টিকাকরণের ব্যাপারে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে অনলাইন পোর্টাল কিংবা ভ্যাকসিন সংক্রান্ত কোন অ্যাপ ছাড়া ভ্যাকসিন দেওয়া হবেনা।

প্রসঙ্গত, জানা যায়, কসবায় ভুয়ো টিকাকরণের পরেই এ ধরনের নির্দেশনামা এসেছে। ভুয়ো টিকাকরণ নিয়ে ইতিমধ্যেই শাসক-বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। এই অবস্থায় সঠিকভাবে টিকাকরণের পাশাপাশি রাজ্যে করোনা যাতে আর মাথাচাড়া দিতে না পারে, তার জন্য যে সমস্ত এলাকায় করোনা আক্রান্ত রোগীর দেখা পাওয়া যাচ্ছে, সেখানে কড়াভাবে কনটেইনমেন্ট জোন কিংবা মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরী করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, শুক্রবার করোনা পরিস্থিতি সংক্রান্ত বৈঠকে বসেন রাজ্যের মুখ্য সচিব এইচ ডি দ্বিবেদী। তাঁর সাথে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে ছিলেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব জেলাশাসকদের সঙ্গে আলোচনা করেন এবং এর পরেঅ কনটেইনমেন্ট জোন কিংবা মাইক্রোকনটেইনমেন্ট জোনের ওপর বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যদিকে টিকাকরণ কর্মসূচি আরো ব্যাপকভাবে প্রসারিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি তরফ থেকে সবার আগে যারা সুপার স্প্রেডার, তাঁদেরকে টিকাকরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 12 বছর পর্যন্ত শিশুদের মায়েদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। তাই শিশুদের সুরক্ষিত রাখতে মায়েদের সুরক্ষা প্রদান নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে বিরোধীরা ইতিমধ্যেই টিকাকরণ নিয়ে ব্যাপকভাবে শাসকদলের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। একইসাথে আইএএস অফিসার দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূল শিবিরের যোগাযোগ নিয়েও শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। যা রাজ্যের বর্তমান সরকারের অস্বস্তি বাড়াচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!