এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা টিকার বর্ষপূর্তি , মোদীকে কটাক্ষ তৃণমূল সাংসদের !

করোনা টিকার বর্ষপূর্তি , মোদীকে কটাক্ষ তৃণমূল সাংসদের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গোটা দেশ এখনও করোনা ভাইরাসের টিকা পায়নি। বারবার এই টিকাকরণ নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের দ্বৈরথ প্রকাশ্যে এসেছে। আর এবার আজ যখন করোনা ভাইরাস টিকা করনের বর্ষপূর্তি, ঠিক তখনই এই ব্যাপারে কেন্দ্রকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যেখানে রাজ্য প্রয়োজনীয় টিকা পায়নি এবং সেই কারণেই ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, আজ এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “রাজ্য সরকার চেয়েছিল তাদের ওপর টিকাকরণের বিষয়টি ছেড়ে দেওয়া হোক। কিন্তু কেন্দ্র সেই বিষয়টি ছাড়েনি। যার ফলে সমস্যা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন 40 শতাংশ মানুষ পায়নি। ফলে টিকাকরণের বিষয়টি ব্যাহত হচ্ছে।”

স্বভাবতই বর্ষিয়ান তৃণমূল সাংসদের এই মন্তব্যকে কেন্দ্র করে নানা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সৌগত রায়ের মন্তব্যে এই ঘটনায় যে যথেষ্ট চাপে পড়ে গেল কেন্দ্রীয় সরকার, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!