এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা ভাইরাস মোকাবিলায় অনুদান দিলেন তৃণমূল এবং বিজেপি সাংসদরা – জেনে নিন কে কত দিলেন

করোনা ভাইরাস মোকাবিলায় অনুদান দিলেন তৃণমূল এবং বিজেপি সাংসদরা – জেনে নিন কে কত দিলেন

করোনা ভাইরাসকে আটকাতে এখন দেশ এবং রাজ্য লকডাউন। আর এই পরিস্থিতিতে একটা দেশ এবং রাজ্য যদি বন্ধ হয়ে যায়, তাহলে তার আর্থিক পরিকাঠামো ভেঙে পড়বে, সে ব্যাপারে নিশ্চিত প্রত্যেকেই। তাই এমত অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারের পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেকের কাছে আবেদন করা হয়েছিল।

ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা নিজের জেলার জেলাশাসকের কাছে অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর এবার লোকসভায় তৃণমূলের 22 জন সাংসদ নিজ জেলায় জেলাশাসকের কাছে তহবিলে অর্থ প্রদান করলেন।

সূত্রের খবর, ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংসদ তহবিল থেকে করোনা মোকাবিলার জন্য 50 লক্ষ টাকা দান করেছেন। এছাড়াও কলকাতা দক্ষিণের তৃনমূল সাংসদ মালা রায় 1.1 কোটি টাকা, জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল এক কোটি এবং কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এক কোটি করে অর্থ সাহায্য করেছেন।

মোট কথা, দুর্দিনের এই সময় তৃণমূলের লোকসভায় জয়ী সমস্ত সাংসদরাই এবার নিজেদের তহবিল থেকে অর্থনৈতিক সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। জানা গেছে, মোট 12 কোটি 60 লক্ষ টাকা জমা হয়েছে। যা করোনা মোকাবিলায় নিজ নিজ জেলায় তুলে দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই রাজ্যের বাম, বিজেপি এবং কংগ্রেসের জনপ্রতিনিধিরা যে যার মত করে করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য করেছেন। এই সময় কেউ রাজনীতি দেখতে চাইছেন না। আর এই পরিস্থিতিতে এবার শাসকদলের 22 জন সাংসদ অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসায় সাধুবাদ জানাচ্ছেন সকলেই।

যদিও সেই অঙ্ককে পেছনে ফেলে এগিয়ে রইলেন বিজেপি সাংসদরা। বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় দিচ্ছেন ৮ কোটি টাকা। ১ কোটি বা তার বেশি টাকা দিয়েছেন বিজেপি সংসদ এস এস আলুওয়ালিয়া, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর। বাকি অনেকেই দিয়েছেন ৫০-৮০ লাখের মধ্যে।
এছাড়াও দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা তামাং দিয়েছেন ২০ লাখ টাকা। সবেমিলিয়ে দেওয়া হচ্ছে ২০.৩ কোটি টাকা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!